রাজ্যের খবর

দামোদর নদে জল বাড়ায় আশায় বুক বাঁধছেন মৎস্যজীবীরা

Fishermen

The Truth of Bengal: মাছ-ভাত খেতে  ভালোবাসে না,  এরকম বাঙালি খুঁজে পাওয়া ভার। তাই আমবাঙালির স্বাদের মৎস্যপ্রেম নিয়ে কত না লেখা,কত না কথা রয়েছে।কেউ কেউ বিতর্ক বাঁধান,বাঙালির মাছ না মাছে-ভাতে বাঙালি।তর্ক যাই হোক, পাতের মধ্যে যদি  এক টুকরো রুই-কাতলা বা মিরগেল থাকে তাহলে তো কথাই নেই।আর ইলিশ হলে তো সোনায় সোহাগা।এই সময়ে বর্ষণ আর বন্যার ধাক্কায় একের পর এক নদীতে জল বাড়ছে।

ঝাড়খণ্ডের জল বাংলায় ঢোকায় দামোদরের জলও ফুলেফেঁপে উঠেছে। দুর্গাপুরের দামোদর ব্যারেজেও জল বেড়েছএ।  কোখাও কোথাও আবার ফুঁসছে নদী। এই জলস্ফীতির মাঝেই মৎস্যজীবীদের মন খুশিতে ভরে উঠছে।জেলেরা সবকিছু ছেড়ে জাল নিয়ে নদ-নদীমুখো হচ্ছেন। লক্ষ্য একটাই পুজোর আগে  বড় মাছ জালে তুলতে পারে কিস্তি কাবার হবে। মোটা টাকায় সেই মাছ বেচা যাবে বাজারে।

বুদবুদের রণডিহা দামোদর নদের ওপর গড়ে ওঠা জলাধারে তাই জাল ফেলার হিড়িক পড়ে গেছে । নতুন উদ্যমে তৈরি হচ্ছে জাল।সকলের পাতে মাছ পৌঁছে দেওয়ার যে আলাদা আনন্দ আছে তা এই মৎস্যজীবী ছাড়া আর কেউ বোঝেন না।যত বেশি মাছ শিকার হবে ততই বাজার ধরা যাবে।সেই আশাতেই দামোদরমুখী হচ্ছেন জেলেরা।

Free Access

Related Articles