রাজ্যের খবর

ব্যান্ডেলে সাতটি অস্থায়ী দোকানে আগুন, ক্ষতিগ্রস্ত দোকানিদের পাশে দাঁড়ালেন বিধায়ক

Fire in seven shops in Bandel

The Truth of Bengal: বৃহস্পতিবার রাতে ব্যান্ডেল চার্চ সংলগ্ন সামনের রাস্তায় সাতটি অস্থায়ী দোকানে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখায় দোকানের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এই ঘটনার খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থলে আসেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সঙ্গে এলাকার দুই কাউন্সিলর ছিলেন তার সঙ্গে।

অসিত মজুমদার ঘটনাস্থল ঘুরে দেখে সাংবাদিকদের জানান, “এইসব দোকানগুলো অস্থায়ী দোকান, এদের কোন ট্রেড লাইসেন্স নেই। কিন্তু তা সত্ত্বেও এরা গরিব মানুষ। দোকানের আয়ের উপর নির্ভর করে তাদের পরিবারগুলি।”

তিনি বলেন, “আমি তাদের বলেছি যে আপনারা আমার মাধ্যমে জেলা শাসকের কাছে আবেদন করুন, যাতে সরকারি ভাবে কিছু ক্ষতিপূরণ পাওয়া যায়। আমি আজ নিজে দেখা করব ডিএম ম্যাডামের সঙ্গে। তবে আমি জানিনা যে সরকারিভাবে কোন অস্থায়ী দোকানের ক্ষতিতে কোন ক্ষতিপূরণ হয় কিনা। তা সত্ত্বেও যেহেতু চুঁচুড়া মানুষ আমরা সবাই যৌথ পরিবার। একে অপরের পাশে আমাদের দল আছে। যদি সরকারি ভাবে কিছু না হয় আমি তাদের বলেছি যে আমরা দলগত ভাবে যাতে তাদের কিছু ক্ষতিপূরণ দেওয়া যায় তার চেষ্টা করব। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সব সময় ক্ষতিগ্রস্ত অসহায়দের পাশে থাকেন। আমার আশা এইসব মানুষদের পাশে সরকারিভাবে যদি কিছু সাহায্য দেওয়া যায় সেই চেষ্টা আমাদের বজায় থাকবে।”ক্ষতিগ্রস্ত দোকানদাররা জানান, তারা বড়দিনের মেলার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। আগুনে তাদের সব স্বপ্ন ধ্বংস হয়ে গেছে।

Related Articles