রাজ্যের খবর

ডকে মৎস্যজীবীর ট্রলারে আগুন, আতঙ্ক এলাকায়

Fire breaks out in fisherman's trawler at dock, panic spreads in area

Truth Of Bengal: জাহেদ মিস্ত্রী, দক্ষিণ ২৪ পরগনা: দাউ দাউ করে জ্বলছে ডকে পড়ে থাকা মৎস্যজীবীদের ট্রলার। ঘটনাকে ঘিরে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি কাকদ্বীপের অক্ষয় নগর এলাকায়। কালনাগিনী নদীর ধারে পড়ে থাকা এফ বি দীপা নামে ট্রলার টিতে বৃহস্পতিবীর বেলা ১১ টা নাগাদ আগুনের শিখা দেখতে পায় স্থানীয় বাসিন্দারা।

তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা ট্রলারে, দাউ দাউ করে জ্বলতে থাকে ট্রলারটি। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলে ও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। চোখের নিমিষে সম্পূর্ণ ট্রলার টি বশীভূত হয়ে গিয়েছে। ঘটনাস্থলে হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। তবে কীভাবে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয়, সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles