রাজ্যের খবর
পাট বোঝাই লরিতে আগুন, ঘটনাস্থলে পুলিশ ও দমকলকর্মী
Fire breaks out in a jute-laden truck in Hooghly, police and firefighters at the scene

Truth Of Bengal: রাজ্য সড়কের ওপর পাট বোঝাই লরিতে আগুন। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল থেকেই একটি পাট বোঝাই লরি বৈদ্যবাটি ডানকুনিগামী রাজ্য সড়কের ওপর দাঁড়িয়ে ছিল। হঠাৎই শনিবার সকাল গড়িয়ে বেলা বাড়তেই লরি থেকে ধোঁয়া দেখতে পাওয়া যায়। তারপরে দাউ দাউ করে জ্বলে ওঠে পাটবোঝাই লরি। স্থানীয়রা দেখতে পেয়ে দমকলে খবর দেয়। ঘটনাস্থলে একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।
স্থানীয় এক বাসিন্দা শ্যাম রাহা জানান, সকাল থেকে পাট বোঝাই লরিটা এখানে দাঁড়িয়ে ছিল। হঠাৎই দেখলাম আগুন ধরে গেছে। তারপর দেখলাম দমকল ও পুলিশ প্রশাসন এসেছে, এখন আগুন নেভাচ্ছে তবে কি কারণে আগুন লেগেছে তা জানা যায়নি।