রাজ্যের খবর

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ফের জালনোট উদ্ধার, গ্রেফতার এক

ফের জালনোট পাচারে রমরমা বেড়েছে

The Truth of Bengal: গোপন সূত্রের খবর পেয়ে দেড় লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ। পাকড়াও করা হয়েছে এক জালনোট পাচারকারীকে। ধৃতের নাম নুর ইসলাম।

গত কয়েক বছরে মালদহ ও মুর্শিদাবাদসহ ভারত-বাংলাদেশে সীমান্তে কিছুজেলায় মাদক ও জালনোট পাচার বেড়েছে। যদিও নোটবন্দির পর, কিছুটা সময় রাশ টানা গেলেও, ফের জালনোট পাচারে রমরমা বেড়েছে। একাধিকবার পুলিশি তদন্তে দেখা গিয়েছে, এর শিকড় মিলেছে বাংলাদেশে। পুলিশ সূত্রের খবর, দেশের অর্থানীতিকে ভাঙতেই, মাদক এবং জালনোট পাচারকারীরা চেষ্টা চালায়। এই চক্র আন্তর্জাতিক স্তরে অনেকটাই বড়।

শুক্রবার এমন একজন পাচারকারীকে পাকড়াও করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হচ্ছে, জাল নোট পাচার চক্রে কোনও আন্তর্জাতিক যোগ আছে কিনা। পুলিশ জানিয়েছে,  ধৃতের কাছ থেকে মোট ২ লক্ষ ২৫ হাজার টাকার জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছে। সব গুলোই পাঁচশো টাকার নোট উদ্ধার করা হয়েছে। শনিবার ধৃত যুবককে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়।