শুক্রবার সকালে বনগাঁর পৌর প্রধানের বাড়িতে ইডির হানা
ED's raid on Bangaon municipal chief's house

The Truth of Bengal: বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌর প্রধান শঙ্কর আঢ্যর বাড়িতে ইডির হানা দিয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে ইডির ৭ সদস্যের একটি দল শঙ্কর আঢ্যর বাড়ি, তার এক কর্মী ম্যানেজার অঞ্জন মালাকারের বাড়ি এবং তার শ্বশুর বিনয় ঘোষের বাড়িতে তল্লাশি চালাচ্ছে।
জানা গেছে, ইডি কিছুদিন আগে শঙ্কর আঢ্যকে তাদের দফতরে ডেকে পাঠিয়েছিল। সেখানে তাকে কিছু প্রশ্ন করা হয়েছিল। এরপর থেকেই তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশির সম্ভাবনা ছিল।
শঙ্কর আঢ্যর স্ত্রী বনগাঁ পৌরসভার বর্তমান ভাইস চেয়ারম্যান। তিনিও পৌরসভায় বেশ প্রভাবশালী। ইডির তল্লাশির কারণ সম্পর্কে এখনও পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে, আঢ্য পরিবারের ব্যবসা-বাণিজ্য এবং পৌরসভায় তাদের কাজকর্মের তদন্ত করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
ইডির তল্লাশির খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেকেই আঢ্য পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন।