দুর্গাপুজোয় বাড়ল সরকারি অনুদান, ঘোষিত হল কার্নিভালের দিনক্ষণ, বিদ্যুৎ বিলেও ছাড় ঘোষণা মমতার
Durga Puja government grants increased, carnival dates announced, Mamata also announced concessions on electricity bills

The Truth Of Bengal : নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তা, কলকাতা পুলিশের আধিকারিক এবং ‘ফোরাম ফর দুর্গোৎসব’ সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আগামী শারদোৎসব নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিয়ো কনফারেন্সে যোগ দেন জেলা পুজো কমিটিগুলির প্রতিনিধিও। এই বৈঠকে দুর্গাপুজোর অনুদান বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করেছেন যে,৭০হাজার থেকে পুজোর অনুদান হবে ৮৫হাজার টাকা। এই ঘোষণায় খুশি ৪৩হাজারের বেশি ক্লাবের কর্মকর্তা ও পুজোর উদ্যোক্তা। মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, সবাই অপেক্ষা করছেন, এই উৎসবকে প্রাণের উৎসব করা যায় কিভাবে। পুজো কমিটি গুলোকে শুভেচ্ছা জানিয়েছেন প্রশাসনিক প্রধান। শারদীয়া উৎসব উপলক্ষে প্রশাসনিক ও সমন্বয় বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি সকল ক্লাব গুলোকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “ রাজ্যে প্রায় ৪০ হাজার দুর্গা পুজো হয়। তার মধ্যে মোট ২৭৯৩ টা পুজো হয় কলকাতায়। কলকাতার মতই জেলাতেও দারুন পুজো হয়। প্রতি বছরের মত এবছরও ভলেন্টিয়ারদের বিশেষ দায়িত্ব নিতে হবে। মেয়েদের ও পড়ুয়াদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়, এবারেও তাদের দায়িত্ব নিতে হবে। আমি বরাবরই ভিআইপি পাসের বিরুদ্ধে। আমি মনে করি সবার সমান অধিকার রয়েছে প্যাল্ডেলে ঢোকার। ভিড়ের মধ্যে ভিআইপি মুভমেন্ট বাড়ালে সাধারণ মানুষের অসুবিধা হয়। ক্লাব গুলোকে পুলিশের সঙ্গে আলোচনা করতে হবে। কোনভাবে যাতে পদপৃষ্টের ঘটনা না ঘটে। মোবাইল রেসপন্স টিম, ওয়াচ টাওয়ার রাখতে হবে। চলতি বছর ৯ অক্টোবর ষষ্ঠী এবং ১৫ অক্টোবর কলকাতায় হবে প্রতিমা নিরঞ্জনের কার্নিভাল। জেলায় কবে হবে কার্নিভাল, তা জেলাপ্রশাসনকে স্থির করতে হবে”।
এরপর মুখ্যমন্ত্রী রাজ্যের মেয়েদের নিরাপত্তার প্রসঙ্গ তুলে বলেন, “মেয়েদের নিরাপত্তা নিয়ে যেন কোন অসুবিধা না হয়”। “শুধু তাই নয় বয়স্কদের যেন অসুবিধা না হয়”। এরপর তিনি আরও বেশ কয়েকটি বিষয়ে আলোকপাত করেন…
- এন্ট্রি পয়েন্ট ও এক্সিট পয়েন্ট বাড়াতে হবে
- ইলেকট্রিক কানেকশন আইন মেনে করতে হবে
- সুজিত বসুকে নজর রাখতে হবে যেন রাস্তা বন্ধ না হয়ে যায়, এয়ারপোর্ট যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়।
- স্বাস্থ্যের জন্য ক্যাম্প রাখতে হবে
- বিসর্জনের জায়গায় আলোর ব্যবস্থা করতে হবে
- পুজোর সময় যেন হেল্পলাইন নম্বর যথাযথ কাজ করে
- রাজ্য সরকার সবসময় পাশে থাকবে।
- ফায়ার লাইসেন্স ফ্রি
- বিদ্যুৎ ছাড় আরও বাড়ল, ৭৫%
- ৮৫ হাজার টাকা অনুদান হল
- কোন পুজোর কী থিম হচ্ছে, তা পুলিশকে প্রাথমিক ভাবে জানিয়ে রাখতে হবে