রাজ্যের খবর

প্রবল বৃষ্টির জের, হড়পা বানে ভেসে গেলো যাত্রী বোঝাই ট্রাক্টর

Heavy rain

The Truth of Bengal: অজয় নদে হড়পা বান, সেতু ভেঙে মাঝ নদীতে আটকে গেল পাথর বোঝাই ডাম্পার। প্রাণে বাঁচলো চালক খালাসি। শনিবার সকালে বীরভূমের জয়দেব হয়ে পশ্চিম বর্ধমানের কাঁকসার শিবপুরের দিকে আসছিল অজয়ের অস্থায়ী সেতু পার হয়ে একটি পাথর বোঝায় ছয় চাকার ডাম্পার। তখনই অজয় নদে হঠাৎ হড়পা বান আসে। এবং অস্থায়ী সেতু ভেঙে যায় ও ডাম্পারটি মাঝ নদীতে আটকে পড়ে। সাঁতার কেটে কোনক্রমে নিরাপদ স্থানে পৌছে যায় চালক ও খালাসী। সেই সময় অস্থায়ী মাটির সেতু নির্মাণের কাজও চলছিল। অস্থায়ী সেতু নির্মাণের কর্মীরাও সাঁতার কেটে নিরাপদ জায়গায় পৌঁছায়।

সেতু ভেঙে যাওয়ার জেরে ফের দুই জেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। চূড়ান্ত ভোগান্তির মুখে পশ্চিম বর্ধমান ও বীরভূমের মানুষ। এ বিষয়ে পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন সামান্য জমি জটের জেরে স্থায়ী সেতু নির্মাণের কাজে কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছে। সরকার সমস্ত রকম ভাবে চেষ্টা করছে সেই জমি জট কাটাতে। আর স্থায়ী সেতু নির্মাণের কাজ শেষ হলেই সমস্ত সমস্যার সমাধান হবে বলেও তিনি জানান।গত দুদিনের ভারী বৃষ্টিতে নদীতে জল বেড়ে ডুবে গিয়েছে সেতু। আর সেই ডুবে যাওয়া সেতু দিয়ে যাতায়াত করতে গিয়ে ঘটে গেল বিপত্তি। জলে ডুবে থাকা সেতু পারাপার করতে গিয়ে জলের তোড়ে ভেসে গেল যাত্রী সহ ট্রাক্টর। আজ সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মেজিয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম লাগোয়া এলাকায়। দুর্ঘটনার সময় ওই ট্রাক্টরে চালক সহ ৬ জন যাত্রী ছিলেন।

মেজিয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে দামোদরের শাখা নদী। গত কয়েকদিনের বৃষ্টিতে জেলার অন্যান্য নদীর পাশাপাশি এই শাখা নদীতেও জলস্তর বৃদ্ধি পেয়েছে। নদীর উপরে থাকা নিচু সেতুর উপর দিয়েই বইছে জলের ধারা। এদিন সকালে জীবনের ঝুঁকি নিয়ে ওই জলে ডোবা সেতু দিয়েই ট্রাক্টর নিয়ে রামচন্দ্রপুর থেকে মেজিয়ার দিকে যাচ্ছিলেন চালক। ইঞ্জিনের দুপাশের সিটে ও পিছনের ট্রলিতে বসে ছিলেন আরো পাঁচ জন শ্রমিক। সেতু দিয়ে পেরোনোর সময় আচমকাই জলের তোড়ে নিয়ন্ত্রণ হারায় ট্রাক্টর এবং জলে ভেসে যায়। তবে চালক ও যাত্রীরা প্রত্যেকেই সাঁতার জানায় কোনোক্রমে সাঁতার কেটে পাড়ে ওঠেন। এলাকার মানুষের দাবী সেতুটি নীচু হওয়ার কারণে নদীতে জল বাড়লেই জলে ডুবে যায় ওই সেতু ও প্রায়শই দুর্ঘটনা ঘটে । অবিলম্বে ওই স্থানে একটি উঁচু সেতু নির্মাণের দাবী জানিয়েছেন স্থানীয়রা।

Related Articles