
The Truth of Bengal: সর্বনাশা ড্রাগের নেশা।কখনই করা উচিত নয়।নেশার ঘোরে ভুলপথের পথিকরা নিজের মতোই পরিবারকেও পথে বসায়।মাথায় হাত ফেলে দেয় বাড়ির লোকেদের। কারণ অনেকেই বলেন,নেশা হলো নিজের প্রতিই নিজের অত্যাচার।তাই দার্শনিকরা সাবধান করে দেন, নেশার তোমার ভিতর নয় বরং তুমিই নেশা নামক খাঁচার ভিতর বন্দী আছো। তাই সমাজের সেই ব্যধি দূর করতে প্রশাসন প্রচার চালাচ্ছে।নাগরিকরা সজাগ হচ্ছে।বাংলার অন্যান্য এলাকার মতোই খড়্গপুরেও নেশার আদানপ্রদানে পুলিশ কড়া হতে চায়।
তার মাঝে দেখা গেল খড়্গপুর স্টেশনকে মুক্তাঞ্চল করে তুলেছে নেশাখোররা। দিব্যি প্ল্যাটফর্ম চত্বরে চলছে বেআইনি কারবার।যুবসমাজের এই আঁধার ঘেরা দশা দেখে আমরা রেল কর্তাদের দুয়ারে গিয়ে জানার চেষ্টা করি।তারা চোখ বুঝে থাকে।ফোন পর্যন্ত তোলেনি।যোগাযোগের লাইফলাইনকে দেখভাল করা যাঁদের দায়িত্ব তাঁরা দায়িত্বজ্ঞানহীন-কাণ্ডজ্ঞানহীন ভূমিকা নেওয়ায় জীবন সম্পর্কে সচেতন মানুষ উদ্বেগ প্রকাশ করছেন।কারণ নেশাখোররাই অসামাজিক কাজের মাথা হয়ে উঠেছে।
স্টেশনের প্ল্যাটফর্ম চত্বর হোক কিংবা স্টেশনের ওভার ব্রিজ সর্বত্রই মুখে কাপড় এর টুকরো নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিছু নেশাখোড়রা। নানা মাদকের ঝাঁপি খুলে বসে আড্ডার আসর। সেই দৃশ্য ধরা পড়লো বাংলা জাগোর ক্যামেরায়। চুরি ছিনতাই এর মত ঘটনা বন্ধে রেলপুলিশ কবে নজর দেবে সেই প্রশ্ন উঠছে।