রাজ্যের খবর

পুতুলই দেবে শিক্ষা, ছেলেবেলায় ফিরে যাচ্ছে গোটা ক্লাসরুম

Dolls will teach, the whole classroom is going back to childhood

The Truth Of Bengal : স্মার্ট ক্লাস শুরু করে বারাসাতের বুকে নজর কেড়েছিল রামকৃষ্ণপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এবার ছাত্র-ছাত্রীদের পড়াশুনায় উৎসাহ বাড়াতে অভিনব উদ্যোগ নিল সেই রামকৃষ্ণপুর অবৈতনিক বিদ্যালয়। CCRT ট্রেনিং শুরু করল ওই স্কুল।

জানা যায়, স্মার্ট ক্লাসের পর এবার পড়াশুনায় উৎসাহ বাড়াতে অভিনব উদ্যোগ নিল রামকৃষ্ণপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এই স্কুল শুরু করল CCRT ট্রেনিং। এই ট্রেনিংয়ে পুতুল নাচের মাধ্যমে ক্লাস ছিল ছাত্র-ছাত্রীদের কাছে অন্যতম আকর্ষণ। শুক্রবার ওই ট্রেনিং শুরু হওয়ার আগে স্কুলের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয় ট্রেনিংয়ে আসা ভারপ্রাপ্ত শিক্ষকদেরকে ও স্কুলের সভাপতি ডাঃ সুমিত কুমার সাহাকে।

পাশাপাশি CCRT ট্রেনিং শুরু হওয়ার আগে নৃত্য পরিবেশন করে স্কুলের ছাত্রীরা। এক কথায় ওই ট্রেনিং এর ব্যবস্থাপনায় আপ্লুত ওই স্কুলের ছাত্র-ছাত্রীরা ও অভিভাবকরা।

 

Related Articles