ঘুঁটিয়ারি শরিফ স্টেশনে বিধ্বংসী আগুন, ক্যানিং শাখায় ব্যাহত হয় ট্রেন চলাচল
Devastating fire at Dhuntiari Sharif station, disruption of train movement at Canning branch

Truth Of Bengal: ভয়াবহ আগুন দক্ষিণ ২৪ পরগনার ঘুঁটিয়ারি শরিফ স্টেশন চত্বরে। এক নম্বর প্ল্যাটফর্মের পাশে আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে পাশপাশের ১৫টি দোকানে। সঙ্গে সঙ্গে দমকল এসে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন দ্রুত আয়ত্বে আসায় বড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। এই ঘটনার জেরে শিয়ালদা-ক্যানিং শাখায় ব্যাহত হয় ট্রেন চলাচল। বন্ধ হয়ে ট্রেন চলাচল। রবিবার হওয়ায় যাত্রীদের ভিড় তেমন ছিল না তবে পুজোর আগে অনেকেই কেনাকাটা করার জন্য এখন কলকাতামুখী।
ঘুটিয়ারি শরিফ স্টেশনে ভয়ঙ্কর আগুন#truthofbengal #fire pic.twitter.com/vpSqwIWpme
— TOB DIGITAL (@DigitalTob) September 8, 2024
রবিবার সাড়ে ১০টা নাগাদ আচমকা স্টেশনে আগুন দেখতে পান হকার ও নিত্যযাত্রীরা। স্টেশনে প্রচুর দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বারুইপুর ও ক্যানিং থেকে দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লাগে। দমকল আসার আগে প্রাথমিক ভাবে আগুন নেভানোর কাজে নামেন স্টেশনের হকাররা।