রাজ্যের খবর

বাসন্তী হাইওয়ে সংলগ্ন বাগজোলা খাল থেকে উদ্ধার পঁচা গলা দেহ

Dead body recovered

The Truth of Bengal: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের হাড়োয়া থানার কুলটি গ্রাম পঞ্চায়েতের কুলটি বাগজোলা খালের বাসন্তী হাইওয়ে সংলগ্ন ঘোষপুর এলাকার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বিদ্যাধরী সংলগ্ন বাগজোলা খালের কুলটি ঘোষপুরের বাসন্তী হাইওয়ে এলাকায় একটি দেহ কচুরি পানার মধ্যে ভেসেছিল, হাড়োয়া থানায় খবর দেয় তারপর হাড়োয়া থানার পুলিশ এসে অজ্ঞাত পরিচয় যুবকের পচা গলা দেহ উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

তবে পুলিশ ও মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে চিকিৎসক সূত্রে জানা যায়, ওই যুবকের শরীরে বেশ কিছু জায়গায় পচন ধরেছে তার মৃত্যু অনেক আগেই হয়েছে বলে জানা যাচ্ছে, ৩৫ থেকে ৩৬ বছর, তবে তার নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি, মৃত্যুর কারণ জানতে ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে, ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।

তবে পুলিশ জানাচ্ছেন ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল রহস্য। কি কারনে ওই যুবকের মৃত্যু হয়েছে। অসাবধানবশত খালে পড়ে মৃত্যু হয়েছে? নাকি কেউ হত্যা করে খালি ফেলে দিয়েছে? সমস্তটাই খতিয়ে দেখছে হাড়োয়া এবং মিনাখাঁ থানার পুলিশ প্রশাসন। তবে এই প্রসঙ্গে মানবাধিকার কর্মী সালাউদ্দিন মোল্লা বলেন কিভাবে এই ঘটনা ঘটলো তার নিরপেক্ষ তদন্ত চাই এবং ঘটনাটি কিভাবে ঘটল তার সত্য উদঘাটন হোক এবং যদি অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে তার পেছনে কোন ব্যক্তি যদি দোষী থাকে তাহলে তাকেও শাস্তির আওতায় আনা হোক।

Related Articles