গৃহবধূকে বেধড়ক মার, অভিযোগের তির শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে
ছেলে বাড়িতে অনুপস্থিত থাকার সুবাদে নাকি বৌমা পর পুরুষের সঙ্গে ফোনে কথা বলেন

The Truth of Bengal: কথা কাটাকাটি থেকে বিবাদ এতোটাই চরমে উঠলো যে বৌমাকে বেধড়ক মারধর করলো শ্বশুর শাশুড়ি। আক্রান্তের নাম মাম্পি মেটা। এমনই ঘটনা ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সুরতপুর এলাকায়।
স্থানীয় সূত্রের খবর, এলাকার যুবক প্রশান্ত মেটা কর্মসূত্রে বাইরে থাকেন। তাঁর স্ত্রী ও বাবা মা গ্রামেই থাকেন। ছেলে বাড়িতে অনুপস্থিত থাকার সুবাদে নাকি বৌমা পর পুরুষের সঙ্গে ফোনে কথা বলেন। এই সন্দেহে, কথা কাটাকাটি হয়, বিবাদ চরমে উঠলে, প্রশান্ত বাবা নিমাই মেটা ও তাঁর স্ত্রী, মাম্পিকে বেধড়ক মারধর করেন।
মাম্পির চিৎকারে স্থানীয় বাসিন্দারা খবর দেয় দাসপুর থানায়। গভীর রাতেই দাসপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত মুখার্জির নেতৃত্বে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। রাতেই মাম্পিকে পুলিশ উদ্ধার করে প্রথমে দাসপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এবং পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ সূত্রের খবর, মম্পির শশুর শাশুড়িকে আটক করেছে পুলিশ। ঘটনার খবর জানানো হয়েছে মাম্পির স্বামী প্রশান্ত মেটা কে।