রাজ্যের খবর

বেপরোয়া বাসের ধাক্কায় নিহত সাইকেল আরোহী

Cyclist killed by reckless bus

Truth Of Bengal: নদিয়া, মাধব দেবনাথ: আবারো বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। বাসটি তীব্রগতিতে এসে ধাক্কা মারে সাইকেল চালককে। এরপর বাসের তলায় পড়ে যায় ওই সাইকেল চালক, ঘটনাস্থলেই নিহত হন ওই ব্যক্তি। ঘটনায় ক্ষোভ উগরে দেয় স্থানীয়রা। নদীয়ার শান্তিপুর বিধানসভার মতিগঞ্জ মোড় বিএসএনএল অফিসের সামনের রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটেছে।

মৃত সাইকেল আরোহীর নাম গণেন সরকার, বাড়ি শান্তিপুর থানার রাধানগর পল্লীতে। পথ চলতিদের অভিযোগ, বাসটি যাত্রী তোলার জন্য দ্রুত গতিতে ছুটে আসছিল, এরপর সাইকেল চালক কে সজরে ধাক্কা মারে, অল্পের জন্য প্রাণে বাঁচে আরো কয়েকজন। খবর পেতেই বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। এরপর মৃতদেহ উদ্ধার করে শুরুতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এর পরে তাকে নিয়ে যাওয়া হয় শান্তিপুর থানায়। এদিকে ঘাতক বাসটিকে আটক করে রেখেছে পুলিশ।

এর আগেও একাধিক বাস দুর্ঘটনা ঘটেছে, বেশিরভাগ সময় চালকদের ভুলের কারণেই মারাত্মক দুর্ঘটনার স্বীকার হয়েছে পথচারীরা, তবুও হুস উড়ছে না লোকাল বাস চালকদের। যাত্রী তোলার জন্য পাল্লাপাল্লি দিয়ে দ্রুত গতিতে বাস চালানোর জন্যই আজও এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল বলে দাবি পথচারীদের। যদিও শুক্রবার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় পুলিশ মর্গে। এই মর্মান্তিক ঘটনায় এলাকা সহ পরিবারের এখন নেমে এসেছে শোকের ছায়া।

Related Articles