পুরসভার জমিতে চাষ এলাকাবাসীর, চাষ বন্ধ করতে প্রাণনাশের হুমকি
Cultivation on municipal land is a threat to local residents to stop farming

The truth of bengal: চাষ করলে প্রাণে মেরে ফেরাল হুমকি। জমি মাফিয়ারা হুমকি দিচ্ছে চাষিদের। ভয়ে চাষবাস ছেড়ে প্রাণ বাঁচাতে চাষিরা শরণাপন্ন হয়েছেন থানার। উত্তর ২৪ পরগনার টিটাগড় পুরসভার অধীন ২৩ নম্বর ওয়ার্ডে রয়েছে ৩৫০ বিঘারও বেশি জমি। পুরসভার মালিকানাধীন সেই জমিতে কয়েক পুরুষ ধরে চাষবাস করেন কয়েকশো চাষি। এখন সেই জমিতেই নজর পড়েছে মাফিয়াদের। কিছুদিন আগে চাষের জমির সমস্ত সবজি নষ্ট করে দিয়েছিল এলাকার দুষ্কৃতীরা।
তুলে নিয়ে গিয়েছিল পাম্প, ভেঙে ফেলা হয়েছিল ইলেকট্রিক মিটার বক্স। ঘটনাস্থলে এসেছিল রহড়া থানার পুলিশ। হস্তক্ষেপ করেছিল টিটাগর পুরসভা। কিন্তু জমি মাফিয়াদের নজর ওই জমিতেই আটকে আছে। তারা এবার আর ফসল নষ্ট করেনি, বদলে চাষিদের প্রাণ্নাশের হুমকি দিচ্ছে। রবি কুরর্মি নামে এলাকার এক দুষ্কৃতী এই হুমকি দিচ্ছে বলে অভিযোগ। জমিতে জল আসে যেখান দিয়ে, সেই জায়গায় মাটি ফেলে বন্ধ করে দেওয়া হয়েছে। ভয়ে চাষবাস বন্ধ করে দিয়ে এলাকার চাষিরা রহড়া থানার দ্বারস্থ হয়েছেন।
টিটাগড় পুরসভার পুরপ্রধান কমলেশ সাউ চাষিদের কাছ থেকে বিষয়টি শোনার তিনি একটি অভিযোগ দায়ের করেছেন রহড়া থানায়। কোনওভাবে পুরসভার এই জমি জমি মাফিয়াদের হাতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন তিনি। অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। জমি কেনাবেচা করা যাবে না বলে টিটাগড় পুরসভা জমির পাশ দিয়ে বড় করে বোর্ড লাগিয়ে দিয়েছে। তা সত্ত্বেও পাশেই বাউন্ডারি দিয়ে ঘিরে ফেলা হচ্ছে জমি। আবার চাষিদের হুমকি দেওয়া হচ্ছে। ফলে আতঙ্কে চাষ করতে পারছেন না চাষিরা।