রাজ্যের খবর
Trending

বসিরহাটে বিবাদ, তৃণমূলের প্রধানের মেয়ে সহ জখম ৩, তদন্তে বাদুড়িয়া থানার পুলিশ …

Conflict in Basirhat, Trinamool chief's daughter injured 3, Baduria police investigating

The Truth Of Bengal: লোহার রড, ইট দিয়ে বেধড়ক মারধর, তৃণমূলের প্রধানের মেয়ে সহ জখম ৩। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে।

বসিরহাটের বাদুড়িয়া থানার চতরা চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর গ্রামের ঘটনা। বছর ১০ এর নাবালক সাহাড়িয়া মল্লিককে প্রায় উত্তপ্ত করে প্রতিবেশি বছর ২৭ এর প্রতিবেশী যুবক মোয়াজ্জে মণ্ডল। তাকে মারধর করে, এমনকি নগ্ন করে বলে অভিযোগ। কাকা হাবিবুল্লাহ মল্লিক প্রতিবাদ করলে তাকে বেধড়ক  মারধর করে মাথা ফাটিয়ে দেয়। এমনকি চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূলের  প্রধানের মেয়ে, বছর ২৮ এর বুলুজা বিবি, সেখানে গেলে তাকে ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে তার মাথা পাঠিয়ে দেয়।

স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার করে আক্রান্ত প্রধানের মেয়ে, কাকা, নাবালক সহ তিনজনকে উদ্ধার করে রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। তার মধ্যে তৃণমূলের প্রধানের মেয়ে বুলুজা বিবির শারীরিক অবস্থা অবনতি হলে তাকে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতাল স্থানান্তরিত করা হয়েছে। আক্রান্তদের অভিযোগ পরিকল্পিতভাবে হামলা চালান হয়েছে। প্রশ্ন উঠছে এই ঘটনার পিছনে রয়েছে জমি বিবাদের গন্ডগোল? না রাজনৈতিক কারণে চক্রান্ত করে প্রতিবেশী যুবক মোয়াজ্জেম মন্ডল ও তার বাবা মজিদ মন্ডল মিলে তাদের উপরে হামলা চালিয়েছে? বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ।

অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আক্রান্তের পরিবার।  ইতিমধ্যেই অভিযুক্ত মোয়াজ্জেম ও মজিদ মন্ডলের বিরুদ্ধে বাদুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার।

Free Access

Related Articles