রাজ্যের খবর

উত্তরবঙ্গে পরিষেবা প্রদান মুখ্যমন্ত্রীর, শিলিগুড়িতে একগুচ্ছ প্রকল্পের সূচনা

Chief Minister's service delivery in North Bengal

The Truth of Bengal: লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে মানুষের হাতে সরকারি প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। বুধবার উত্তরবঙ্গের জন্য একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক সভায় মমতা বলেন, ‘আমরা যা বলি, তাই করি। কিছু রাজ্য আমাদের নকল করেছে।’ মুখ্যমন্ত্রীর কথায়, ‘বাংলা এখন মডেল হয়ে গিয়েছে। উত্তরবঙ্গের জন্য একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক সভায় মমতা বলেন, ‘আমরা যা বলি, তাই করি। কিছু রাজ্য আমাদের নকল করেছে।’ তাঁর কথায়, ‘বাংলা এখন মডেল হয়ে গিয়েছে।

একইসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারকেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী। আবারও বলেন, ‘কেন্দ্র তিন বছর টাকা দেয়নি। আমরা আমাদের তহবিল থেকে টাকা দিয়েছি। ওরা বলছে, টাকা পাঠালে খেয়ে নেয়। মিথ্যে কথা।’এই নিয়ে ২ কোটি ১৫ লক্ষ ৪২ হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন। ইতিমধ্যেই দিল্লি, মধ্যপ্রদেশ, কর্ণাটকে এই প্রকল্প অনুকরণ করা হয়েছে। এদিনের সভা থেকে জলপাইগুড়ি জেলার জন্য ১৫৩.৫৬ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ১৭৭.৪৬ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেন। স্থায়ী ঠিকানার জন্য পাট্টা বিলি করা হয় ১০২ জনকে। চা বাগনের পাট্টা দেওয়া হয় ৫০০ জনকে।

গাজোলডোবা মেগা ট্যুরিজম হাবের জন্য ৫১ কোটি টাকা, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় জলপাইগুড়ি ক্যাম্পাসের উন্নয়নে ১৭ কোটি টাকা, ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালকে ১০০ শয্যাবিশিষ্ট করার জন্য ১০ কোটি টাকা, জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ১০০ শয্যাবিশিষ্ট ২টি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তৈরির জন্য ৭০ কোটি টাকা বরাদ্দ করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিন প্রশাসনিক সভার মঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের হাতে প্রকল্পের সুবিধা তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশজুড়ে সিএএ কার্যকর হওয়ার বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার সিএএ এবং এনআরসির বিরুদ্ধে শিলিগুড়িতে মিছিল করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। তবে শেষমুহূর্তে সেই কর্মসূচি বাতিল করে কলকাতায় ফেরেন তিনি। তার আগে অবশ্য উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে পূর্ব নির্ধারিত কর্মসূচি সেরে নেন মুখ্যমন্ত্রী।

Related Articles