বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানো হোক, কেন্দ্রের কাছে প্রস্তাব মুখ্যমন্ত্রীর
Chief Minister proposes to the Center to send peacekeeping forces to Bangladesh

Truth Of Bengal: কেন্দ্রীয় দরকারে শান্তিবাহিনী পাঠাক বাংলাদেশে। বিধানসভা অধিবেশনে বাংলাদেশ নিয়ে আলোচনার সময় এই প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি রাষ্ট্রসংঘের কাছে এই বিষয়ে প্রস্তাব পাঠানোর অনুরোধও করেছেন প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রী উল্লেখ করেন,‘‘আমরা প্রস্তাব দিলাম। এনিয়ে প্রধানমন্ত্রী বিবৃতি দিন। রাষ্ট্রসংঘের নজরে আনা হোক বিষয়টি। কেন্দ্র রাষ্ট্রসংঘের কাছে আবেদন করুক যাতে শান্তিরক্ষা বাহিনী পাঠানো হয়।”
সোমবার বিধানসভা অধিবেশনের প্রথমার্ধ্বেই যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক বিষয় নিয়ে বিবৃতি দেন মুখ্যমন্ত্রী। সেখানে উঠে আসে বাংলাদেশের সাম্প্রতিক অশান্তির কথাও। মুখ্যমন্ত্রী বাংলাদেশের সঙ্গে এই বাংলার সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, আমাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের ওখানে সম্পত্তি আছে, পরিজন আছে। এপারে থাকে, ওপারে ছেলেমেয়ের বিয়ে হয়েছে। তাঁদের অফিসিয়াল পাসপোর্ট আছে। বেআইনি অনুপ্রবেশ নিয়ে বলছি না। সেটা কেন্দ্রের বিষয়।
এখানে কেন্দ্র সরকার যা করে তাই মেনে নিই। কিন্তু ১০ দিন ধরে দেখছি কেন্দ্রের সরকার চুপ করে আছে। তাঁদের দল বলছে, সীমান্ত আটকে দেব, খাবার পাঠাতে দেব না। কেন্দ্র একমাত্র বললে রাজ্য এটা করতে পারে। কোনও ধর্ম, কোনও বর্ণ-জাতি অত্যাচারিত হলে আমরা বলতেই পারি। শান্তি বজায় থাক কিন্তু চাইব আমাদের লোকেদের উপর যাতে কোনও অত্যাচার না হয়।
কেন্দ্রের তরফে প্রধানমন্ত্রী-বিদেশমন্ত্রী আলোচনা করে সামগ্রিক অবস্থান ঠিক করুন। এই প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের শান্তি-সংহতি রক্ষা করার পাশাপাশি মানবিকতার প্রয়োজনে মানুষের ওপর কোনওরকম অত্যাচার মানা যায় না তাও স্পষ্ট করে দেন প্রশাসনিক প্রধান।