রাজ্যের খবর

মমতার স্নেহছোঁয়ার আপ্লুত প্রবীণ, জন সংযোগের মাঝে জন সেবা মুখ্যমন্ত্রী

Mamata Banerjee

The Truth of Bengal: মানুষের সমস্যা দেখলেই তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন।প্রশাসকের যে সবার আগে মানবিক হওয়া দরকার,সেই বার্তা জনতার মাঝে গিয়ে ছড়িয়ে দেন।কোচবিহারের মতোই মালদাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক ভূমিকা দেখা গেল।বুধবার মালদায় পদযাত্রায় অংশ নেন তিনি।পদযাত্রার ঘেরাটোপের মধ্যে চলে আসেন এক প্রবীণ ব্যক্তি। হুইলচেয়ারে বসে থাকা প্রবীণকে দেখে থাকতে পারেননি মুখ্যমন্ত্রী।সঙ্গে সঙ্গে তাঁকে যত্ন নেওয়ার নির্দেশ দেন তিনি।প্রশাসন চিকিত্সার সবরকম ব্যবস্থা করেন।জনসংযোগের মাঝে মমতার এই জনসেবায় আপ্লুত মালদার মানুষ। আর ৫জন মুখ্যমন্ত্রীর থেকে তিনি একেবারেই আলাদা।তাঁর জনপ্রিয়তা তুঙ্গে।নবান্নের অলিন্দে নিজেকে বন্দি না রেখে মানুষের মাঝে বরাবরই মিশে যেতে ভালোবাসেন মমতা বন্দ্যোপাধ্যায়।মানুষের কথা শুনেই তিনি প্রশাসনের আগামীর কর্মসূচি ঠিক করেন।

মানুষ যাতে সঠিক সময়ে পরিষেবা পায় সেজন্য জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক থেকে দুয়ারে সরকার পরিষেবা চালু করেছেন। আন্দোলনের ভূমি থেকে উঠে আসা মুখ্যমন্ত্রী বরাবরই মানবদরদী। তাঁর স্নেহ-মমতার পরশে রুগ্ন-শীর্ণ মানুষ যেন ঘুরে দাঁড়ানোর ছোঁয়া পান।  জনতার মাঝে মমতার স্পর্শ সাধারণ মানুষ বারবার দেখা গেছে। দিঘার সৈকতের বাসিন্দা হোক বা পাহাড়ের বাগান শ্রমিক, সবার দুরাবস্থা দূর করতে তাঁকে দেখা গেছে প্রশাসনকে নির্দেশ দিতে। সোমবার কোচবিহারে প্রশাসনিক সভা শেষে মুখ্যমন্ত্রী যখন মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে থাকেন, তখন ব্যারিকেড পার হয়ে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যান এক যুবতী। কাঁদতে কাঁদতে নিজের সমস্যার কথা বলতে থাকেন। মন দিয়ে সব কথা শোনেন।

পাশে দাঁড়িয়ে থাকা জেলাশাসককে নির্দেশ দেন একদিনের মধ্যে সমস্যা সমাধানের। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক মুখ দেখা গেল  মালদায়। বুধবার মালদায় পদযাত্রায় অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পদযাত্রা চলাকালীন ঘেরাটোপের মধ্যে চলে আসেন এক প্রবীণ ব্যক্তি। হুইল চেয়ারের মধ্যে  বসে ছিলেন প্রবীণ ব্যক্তি। সঙ্গে সঙ্গে  প্রবীণ ব্যক্তিকে  টেককেয়ার করতে বলেন মুখ্যমন্ত্রী …তাঁর চিকিত্সার সবরকম সুব্যবস্থা করে প্রশাসন। জনসংযোগে সামিল হয়েও তাঁর  যে জনসেবায় মন পড়ে থাকে,তা আবারও তিনি নিজেই প্রমাণ করলেন।মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় আপ্লুত আমজনতা।মুখ্যমন্ত্রীর  আন্তরিকতা,মানবপ্রেম,অসহায়ের সহায় উঠে ওঠার চিন্তাধারা তাঁকে জনমনে আলাদা জায়গা দিয়েছে বলে মনে করছেন রাজনীতির বাইরের মানুষেরাও।

Related Articles