রাজ্যের খবর

মুখ্যমন্ত্রীর নাম করে প্রতারণার ফাঁদ, সতর্ক করল লালবাজার

Cheating trap in the name of Chief Minister, warned Lalbazar

The Truth Of Bengal : মুখ্যমন্ত্রীর নাম করে বিনামূল্যের রিচার্জ প্রতারণার নয়া ফাঁদ। ব্যাংকের একাউন্ট থেকে টাকা ওঠানোর নয়া ফাঁদ সাইবার জালিয়াতিদের। সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দিল লালবাজার। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরে পরে একটি মেসেজ ঘুরে বেড়াচ্ছে মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে। এই মেসেজটি আবার একে অপরকে অনেকেই তাদের প্রিয় ব্যক্তি বা আত্মীয়-স্বজনদের মধ্যে ফরওয়ার্ করতে দেখা গেছে। এই মেসেজটিতে লেখা আছে যে ভোটে জেতার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৩৯ টাকা ২৮ দিনের জন্য মোবাইল রিচার্জ ফ্রি করে দিয়েছেন। এর সাথে একটা লিংক শেয়ার করা হয়েছে।

আর এই রিচার্জটি ফ্রী পাওয়ার জন্য লিংকটিতে ঢোকার জন্য বলা হচ্ছে। এই লিংকটি সম্পূর্ণ ভুয়ো, লালবাজার জানিয়েছেন। সাইবার জালিয়াতিদের নয়া পন্থা। ওই লিংকে গেলে ব্যাংক থেকে টাকা উধাও হয়ে যেতে পারে। পাশাপাশি ব্যক্তিগত তথ্যও হাতিয়ে নিতেও পারে। এই বিষয়ে জনগণকে সতর্ক করাও হয়েছে। কয়েক দিন থেকে এই মেসেজটি প্রত্যেকটা মোবাইলে ঘোরাফেরা করছে জানিয়েছেন পুলিশ কর্তারা।

Related Articles