রাজ্যের খবর

চৈত্র সেলে আশাভঙ্গ, ক্রেতার অভাবে হতাশ নদিয়ার ব্যবসায়ীরা

Chaitra sale disappoints, Nadia traders disappointed by lack of buyers

Truth Of Bengal: নদিয়া জেলার বাজারগুলিতে চৈত্র সেল ঘিরে জোর প্রস্তুতি ছিল। প্রতিবছরের মতো এবারও শাড়ি, জামা-কাপড় সহ বিভিন্ন পোশাকের দাম বেশ খানিকটা কমিয়েছিলেন খুচরো ও পাইকারি বিক্রেতারা। উদ্দেশ্য ছিল পুরনো স্টক কমানো এবং বিক্রির মাধ্যমে লাভবান হওয়া। কিন্তু ক্রেতার ভিড় নেই বললেই চলে। দোকানিরা জানিয়েছেন, প্রত্যাশিত ভিড় তো দূরের কথা, সাধারণ দিনের তুলনাতেও বাজারে পা বাড়াচ্ছেন না অনেকেই।

ব্যবসায়ীদের মতে, মূল্যছাড় থাকা সত্ত্বেও মানুষের আর্থিক অনিশ্চয়তা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাড়তি খরচ এবং সামগ্রিক বাজার পরিস্থিতির চাপে পোশাক কেনাকাটা এখন অনেকের কাছেই বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। তাই দোকানে ডিসকাউন্টের অফার ঝুললেও তেমন সাড়া মিলছে না।

প্রতিবছর চৈত্র মাসের সেলে তারা ভালো বিক্রির আশা করেন। এই সময়ের বিক্রি থেকেই বছরের অনেকটা ক্ষতি পুষিয়ে নেন ব্যবসায়ীরা। কিন্তু এবছর সেই আশাভঙ্গ হয়েছে। সারা বছরের জমে থাকা মাল বিক্রি করতে না পেরে সমস্যায় পড়েছেন নদিয়ার খুচরা ও পাইকারি বিক্রেতারা।

পরিস্থিতি কবে বদলাবে, তা নিয়ে রয়েছে গভীর সংশয়। তবে বিক্রেতারা এখনও আশাবাদী — মাসের শেষদিকে যদি কিছুটা হলেও বাজারে ভিড় বাড়ে, তবে হয়তো খানিকটা ক্ষতি সামাল দেওয়া সম্ভব হবে।

Related Articles