রাজ্যের খবর
মুর্শিদাবাদে রুটমার্চ শুরু কেন্দ্রীয় বাহিনীর
Central forces start route march in Murshidabad

The Truth Of Bengal, সুদীপ রায়-মুর্শিদাবাদঃ লোকসভা ভোটের দিন ঘোষণা হতে না হতে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার বিভিন্ন এলাকা রুটমার্চ চালাচ্ছে কেন্দ্র বাহিনী খড়গ্রাম থানার পুলিশকে সঙ্গে নিয়ে, গ্রামে গ্রামে গিয়ে সেখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলছে ও তাদের সুবিধা ও অসুবিধা জানচ্ছে।
লোকসভা নির্বাচন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভাবে যাতে হয় , ও এলাকার মানুষকে বিতস্ত্র ও সন্তুষ্ট করতে খরগ্রাম থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুরজিৎ হালদার এই বিষয় সুনিশ্চিত করতে খরগ্রাম থানার কীর্তিপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত নগর বাজার এলাকার বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর ৩৫ জন সদস্যের একটি দলকে সঙ্গে নিয়ে পুরো এলাকা পরিক্রমণ করেন।
FREE ACCESS