প্রার্থী ভূমিপুত্রই! বিজয়ায় মুখ্যমন্ত্রীর থেকে মিষ্টি ও ‘প্রশংসা’ নিয়ে ফিরলেন সুজয়
Candidate Bhumiputra! Sujoy returned with sweets and 'appreciation' from the chief minister in Vijaya

Truth Of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- সম্প্রতি বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা উপনির্বাচনের ঘোষণা করেছে ভারতীয় নির্বাচন কমিশন। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি বিধানসভার উপনির্বাচনও। তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভার উপনির্বাচন।
উল্লেখ্য মেদিনীপুর বিধানসভার বিধায়িকা জুন মালিয়া গত লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। লোকসভা নির্বাচনে জয়লাভ করেন মেদিনীপুরের বিধায়ীকা। সাংসদ হওয়ার পর মেদিনীপুরের বিধায়ক পদটি শূন্যই থেকে যায়। অবশেষে বিধানসভার উপনির্বাচন এর নির্ঘণ্ট নির্বাচন কমিশন প্রকাশ করায় মেদিনীপুর বিধানসভার আসনটিতেও হতে চলেছে ভোট। তবে বেশ কয়েক মাস ধরেই জল্পনা চলছিল এইবার মেদিনীপুর বিধানসভার আসন থেকে কে প্রার্থী হচ্ছেন শাসকদলের।
বিজয়ের পর মিষ্টিমুখ করিয়ে তা কার্যত একপ্রকার ভূমিপুত্রকেই প্রার্থী হিসেবে নিশ্চিত করল দলনেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের তৃণমূলের প্রার্থীর দৌড়ে সব থেকে এগিয়ে রয়েছে মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা। নির্মাল্য চক্রবর্তী ও প্রদ্যুৎ ঘোষের নাম বিভিন্ন মহল থেকে ভাসিয়ে দেওয়া হলেও, দলনেত্রী ও সেনাপতি দুজনেরই পছন্দ সুজয়।
দীর্ঘদিন ধরে জুন মালিয়ার সঙ্গে থেকে সুজয় হাজরা কার্যত ব্যাটেল নিয়ে নিয়েছেন দলের, এমনটাই মত রাজনৈতিক মহলের। দূর্গা পূজার পর বিজয়ার প্রণাম সারতে জেলার একাধিক নেতৃত্বকে সঙ্গে নিয়ে সুজয় হাজরা পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে। সূত্রের খবর মুখ্যমন্ত্রীর আশীর্বাদ নিয়ে মিষ্টি হাতে করে মেদিনীপুরে ফিরে হাসিমুখে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ভেতর থেকে জনসংযোগের কাজ শুরু করে দিয়েছেন সুজয় হাজরা। কোন কিছু বিঘ্ন না ঘটলে মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় সুজয় হাজেরার শুধু সময়ের অপেক্ষা।