রাজ্যের খবর

সাতসকালে বনগাঁয় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি 

Businessman shot at in Bangaon at 7am

Truth Of Bengal: সাতসকালে ঘটে গেল বনগাঁয় শ্যুটআউটের ঘটনা। গুলিবিদ্ধ অসিত অধিকারী নামে এক ব্যবসায়ী। ইতিমধ্যেই শ্যুটআউটের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। জখম ব্যবসায়ীর পিঠে গুলি লেগেছে বলে খবর পাওয়া যাচ্ছে। বর্তমানে তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিৎসা করার পর সেখান থেকে পরবর্তীতে আহত ব্যবসায়ীকে কলকাতায় রেফার করা হয়েছে বলেই জানা যাচ্ছে।তবে ঠিক কী কারণে গুলি করা হয়েছে ওই ব্যবসায়ীকে, তার কারন ঘিরে ধোঁয়াশা তৈরী হয়েছে। কে বা কারা ব্যবসায়ীর ওপরে হামলা চালিয়েছে সেই সম্পর্কে সঠিক কোনও তথ্য এখনো পাওয়া যায়নি। জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর বাড়ি বনগাঁ থানার বকশি পল্লী এলাকায়। অসিতের পরিবারের লোকজনেরা জানিয়েছে, কালপুর এলাকায় ওই ব্যবসায়ীর একটি মাছের ভেড়ি রয়েছে। আর  সেখানেই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে বলেই খবর পাওয়া যাচ্ছে।

Related Articles