রাজ্যের খবর

ব্যবসায়ীকে অপহরন করে মুক্তিপন চেয়ে স্ত্রীকে ফোন! গ্রেফতার ৫

Businessman kidnapped, called wife demanding ransom! 5 arrested

Truth Of Bengal: ব্যবসায়ীকে অপহরন করে ৫ লক্ষ টাকা মুক্তিপন চেয়ে ফোন স্ত্রীকে। পরিবারের অভিযোগ পেয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করল হুগলির হরিপাল থানার পুলিশ। ঘটনায় অভিযুক্ত ৫ জন অপরহনকারীকে গ্ৰেফতার করেছে হরিপাল থানার পুলিশ।

ব্যবসায়ীকে অপহরন করে ৫ লক্ষ টাকা মুক্তিপন চেয়ে ফোন তার স্ত্রী কে ফোন করে কয়েকজন অভিযুক্ত। এরপর পরিবারের তরফে পুলিশকে খবর দেওয়া হয়। মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ হুগলির পাণ্ডুয়া থানা এলাকার একটি বাড়ি থেকে ৫ জন অপহরণকারী কে গ্রেফতার করে। পুলিশ ব্যবসায়ী শুকুর আলী কে উদ্ধার করে। পাশাপাশি অপহরণের ঘটনায় একটি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের আদালতে পেশ করে পুলিশ। তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজত দেয় আদালত। ঘটনা সাথে আর কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

সাংবাদিক বৈঠক করে হুগলী জেলা গ্ৰামীন অতিরিক্ত পুলিশ সুপার কৃষানু রায় বলেন, হরিপালের ব্যবসায়ী শুকুর আলী কে ব্যবসায়িক শত্রুতার লেনদেনের কারনে টাকা চেয়ে অপহরণ করেছিল দুষ্কৃতীরা।

 

Related Articles