রাজ্যের খবর

কৃষ্ণনগরে বিবস্ত্র তরুণীর দেহ উদ্ধার, গ্রেফতার প্রেমিক, আটক ২

Body of naked girl recovered in Krishnanagar, Chanchalya area

Truth Of Bengal : অবশেষে জানা গেল কৃষ্ণনগরে অর্ধনগ্ন ও দগ্ধ অবস্থায় উদ্ধার হওয়া মৃত তরুণীর পরিচয়। পরিবারের লোকেরা এসে দেহ শনাক্ত করেছে বলে জানিয়েছে পুলিশ। তরুণীর প্রেমিকের উপর ধর্ষণ ও খুনের অভিযোগ করেছেন মৃতার পরিবারের লোকেরা। অভিযোগ পেয়ে ইতিমধ্যেই মৃতার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। কেন খুন? কিভাবে খুন? কোথায় খুন করা হয়েছে? এসব তথ্য জানতে অভিযুক্তকে জেরা করছে পুলিশ। এই ঘটনায় জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ।

নদীয়ায় উদ্ধার যুবতীর অর্ধনগ্ন পোড়া মৃতদেহ! সাতসকালে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত রামকৃষ্ণ মিশন পাড়া এলাকা থেকে ঝড় হওয়া যুবতীর অর্ধনগ্ন পোড়া মৃতদেহ। এই ঘটনায় অবশেষে জানা গেল মৃত যুবতীর নাম পরিচয়। পুলিশ সূত্রে খবর মৃত যুবতীর নাম পিউ আচার্য, বয়স আনুমানিক কুড়ি বছর। যুবতীর বাড়ি নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত উত্তর কালিনগর এলাকায়।

তার বাবা পিন্টু আচার্য ফুলের ব্যবসার সঙ্গে যুক্ত। ইতিমধ্যে পুলিশের তরফে মৃতার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারপরেই যুবতীর পরিবারের লোকজন কৃষ্ণনগর কোতোয়ালি থানা এসে উপস্থিত হয়। পরিবার সূত্রে খবর, একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন ওই যুবতী। কিশোরী নাচ, গান, পড়াশোনা এবং কম্পিউটারসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ ছিল।

মঙ্গলবার সন্ধ্যায় আনুমানিক ৭টার দিকে সে বাড়ি থেকে বের হয় এরপর আর বাড়ি ফেরেনি। কিশোরীর বন্ধুর সঙ্গে যোগাযোগ করা হলে কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ, কিশোরীর বন্ধু নানা অজুহাত দিয়ে পরিস্থিতি এড়ানোর চেষ্টা করেছে। পুলিশের তরফ থেকে ওই বন্ধুকে আটক করা হয়েছে। বর্তমানে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাটি নিয়ে তৎপরতার সঙ্গে তদন্ত চালাচ্ছে।

  • কৃষ্ণনগরে বিবস্ত্র তরণীর দেহ উদ্ধার
  • ধর্ষণ খুনের পর আ্যসিডে পড়ানো হয় দেহ বলে অনুমান পুলিশের
  • এলাকার দুর্গা পুজোর মন্ডপ থেকে দেহ উদ্ধার
  • তরুণীর পরিচয় লপটে আ্যসিডের ব্যবহার বলে অনুমান
  • রোমহর্ষ ঘটনা কৃষ্ণনগরের রামকৃষ্ণ পাড়ায়
  • ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহটি

Related Articles