রাজ্যের খবর

স্কুলে তৈরি রক্তের ডেটাব্যাঙ্ক, মানবিক উদ্যোগ পড়ুয়া ও শিক্ষকদের

Blood databank created in school

The Truth of Bengal: আপৎকালীন পরিস্থিতিতে রক্তের খোঁজ পেতে অনেক সময় কালঘাম ছুটে যায় রোগীর আত্মীয়-পরিজনদের। নির্দিষ্ট গ্রুপের রক্তও আবার সব সময় সন্ধান মেলে না। পাশাপাশি রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল ও বেসরকারি হাসপাতালের ব্ল্যাড ব্যাঙ্কে দালালদের দৌরাত্ম্যও সামনে আসে। সেই দিকে নজর রেখে অভিনব উদ্যোগ একটি স্কুলে। ভূমিকা নিলেন শিক্ষকদের পাশাপাশি স্কুলের পড়ুয়ারাও। মুমূর্ষ রোগীদের রক্তের প্রয়োজন মেটাতে সীমান্তের স্কুলে তৈরি হল রক্তের ডেটাব্যাঙ্ক।

বসিরহাট এক নম্বর ব্লকের গাছা আখারপুর গ্রাম পঞ্চায়েতের ভারত ও বাংলাদেশ সীমান্তের গাছা হাই স্কুল এমন অভিনব উদ্যোগ নিল। এমন মানবিক উদ্যোগে অংশ হতে পেরে খুশি পড়ুয়ারা। স্কুলের প্রধান শিক্ষক মুরশিদুল ইসলাম শাহিন জানান, এই উদ্যোগ সীমান্ত এলাকায় পিছিয়ে পড়া এলাকার ছাত্রছাত্রীদের মধ্যে রক্তদানের সচেতনতার মাধ্যমে আগামী দিনে এলাকায় রক্তের প্রয়োজন মেটাতে সাহায্য করবে। সীমান্ত লাগোয়া এই গ্রাম্য স্কুল একসময়ে এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশোনায় পিছিয়ে ছিল।

বর্তমানে প্রধান শিক্ষকের তৎপরতায় স্কুলের পরিকাঠামো নতুন ভাবে সাজানোর পাশাপাশি স্কুলে স্মার্ট ক্লাসের ব্যবস্থাও করা হয়েছে। আগামীদিনে এলাকায় রক্তের ঘাটতি মেটাতে স্কুলের প্রতিটি ছাত্র-ছাত্রীদের নিজে নিজে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়েছে এবং তা নিজেদের সচিত্র পরিচয়পত্রে উল্লেখ করা হয়েছে।  প্রতিদিন স্কুল শুরুর আগে প্রার্থনার সময় স্কুলের ছাত্র-ছাত্রীরা রক্তের গ্রুপ অনুসারে লাইনে দাঁড়ায়। স্কুলে তৈরি করা হয়েছে ছাত্র-ছাত্রীদের রক্তের গ্রুপ অনুযায়ী ডেটাব্যাঙ্ক।

Related Articles