লোকসভা ভোটের আগে কোচবিহারে ভাঙন বিজেপিতে, তৃণমূলে যোগদান বিজেপি জেলা সম্পাদক জয়দীপ ঘোষ
BJP splits in Cooch Behar ahead of Lok Sabha polls

The Truth Of Bengal : লোকসভা ভোটের আগে কোচবিহারে বিজেপিতে ভাঙন| তৃণমূলে যোগদান করলেন বিজেপি জেলা সম্পাদক জয়দীপ ঘোষের| এদিন জয়দীপের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী উদয়ন গুহ। তিনি জানিয়েছেন, বিজেপিতে মর্যাদা পাচ্ছিলেন না জয়দীপ। যদিও দলের বিষয়ে মুখ খোলেননি জয়দীপ ঘোষ। লোকসভা নির্বাচনের আগে এবার বড়সড় ভাঙ্গন বিজেপিতে।
বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির জেলা সম্পাদক জয়দীপ ঘোষ। সোমবার কোচবিহার জেলা দলীয় কার্যালয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের হাত ধরে তিনি তৃণমূলে যোগদান করেন। গত পৌরসভা নির্বাচনের পর জয়দীপ ঘোষ উদয়ন গুহের বিরোধিতা করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন।
সোমবার পুনরায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, জয়দীপ ঘোষ পুনরায় ঘরে ফিরে এসেছেন তাতে আমরা যতটা আনন্দিত হয়েছি তার থেকে বেশি অবাক হয়েছিলাম দল ছেড়ে চলে যাওয়ার সময়। এই কয়েক মাসে ওর ভুল বুঝতে পেরেছে। আবার সে দলে ফিরে এসেছে দলের হয়ে কাজ করবে।
FREE ACCESS