রাজ্যের খবর

ফিরহাদের মন্তব্যে কমিশনে বিজেপি, পাল্টা জবাব মন্ত্রীর

BJP slams Firhad's comments on commission, minister responds

Truth Of Bengal: হাড়োয়ায় নির্বাচনী জনসভায় রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের একটি মন্তব্য বিতর্কের সৃষ্টি করে। লোকসভা নির্বাচনে বসিরহাটে বিজেপির বিপর্যয় নিয়ে বলতে গিয়ে ফিরহাদ হাকিম মন্তব্য করেন, ‘হেরো মাল’ বলে। ফিরহাদের এই মন্তব্য নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা।

রাজ্য বিজেপির পক্ষ থেকে এই নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানানো হয়েছে। এই ধরনের মন্তব্য করে ফিরহাদ হাকিম নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেছে বিজেপি। বিজেপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের দফতরে গিয়ে অভিযোগ করে আসেন। বিজেপির অন্যতম মুখপাত্র শিশির বাজোরিয়া দাবি করেন, নির্বাচনী প্রচারে ফিরহাদ হাকিম যে ভাষা প্রয়োগ করেছেন, তার জন্য তাঁকে নির্বাচনী প্রচার থেকে সরিয়ে দেওয়া হোক। যে অশালীন মন্তব্য করেছেন, তা নির্বচনী বিধি ভঙ্গের মধ্যে পড়ে। কমিশনের উচিত তাঁকে সেন্সর করা।

এদিকে, ওই মন্তব্য নিয়ে এদিন নিজের স্বপক্ষে সাফাই দিয়েছেন ফিরহাদ হাকিম। তাঁর বক্তব্যকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এই তৃণমূল নেতা বলেন, তিনি কোনও মহিলাকে অসম্মান করেননি। বিজেপি সম্পর্কে ওই মন্তব্য করেছেন। মহিলাদের প্রতি তাঁর পূর্ণ সম্মান রয়েছে।

Related Articles