রাজ্যের খবর

বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ, গ্রামবাসী দের আর্জি মেটাতে তৎপর বিধায়ক

Malda

The Truth of Bengal: মালদার বামনগোলা ব্লকে গোবিন্দপুর মহেশপুর অঞ্চলের,মালডাঙ্গা গ্রামে এলেন উত্তর মালদার সাংসদ খগেন মূর্মূ। খাটিয়া করে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছিল এই নিয়ে ভাইরাল ভিডিও ছরিয়েছে।

এলাকায় গিয়ে মৃত ওই যুবতী মামনি রায়ের পরিবারের সাথে দেখা করেন সাংসদ এবং স্থানীয় বিধায়ক জুয়েল মুর্মু। বিজেপি সাংসদ খগেন মুর্মু গ্রামবাসীর বিক্ষোভের মুখে পড়ার পর গ্রামে রাস্তা খরচ 13 লক্ষ টাকা দেবেন সাংসদ জানালেন গ্রামবাসীকে।  তার ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হওয়ার পরই নিন্দার ঝড় উঠেছিল রাজ্য জুড়ে।

Free Access

Related Articles