রাজ্যের খবর

চৈত্র মাস পুজো-পার্বণ-এর মাস,লোকায়ত-উৎসবে মাতোয়ারা বঙ্গবাসী

Bengalis in the Lokayat-festival

The Truth of Bengal: নববর্ষের আগে  নীল গাজন সহ লোকায়ত সংস্কৃতির আঙ্গিকে উৎসবমুখর বঙ্গ। রাজ্যের এক এক এলাকায় উৎসবের রূপ এক এক রকম। হিন্দু সংস্কৃতিতে চৈত্র মাস পুজো-পার্বণ-কৃচ্ছতাসাধনের মাস!  চৈত্র শেষে পুজো-পার্বণের মধ্যে দিয়ে শিবের আবাহন কে গাজন বলে। মূলতঃ বঙ্গের লৌকিক শৈবধর্মের মধ্যে এদেশের একটি প্রাগৈতিহাসিক উৎসব এর ধারা প্রবেশ করেছে তা গাজন নামে পরিচিত।

কোথাও আদ্যের গাজন। দক্ষিণ পূর্ব বঙ্গে নীলের গাজন বলে পরিচিত। নিম্ন বঙ্গে দেল পুজো নামে পরিচিত। উত্তরের মালদাতে নাম গম্ভীরা। গাজনের সঙ্গে যুক্ত চড়ক, ছিরুয়া উৎসব, মুখোশ নাচ, গমিরা ইত্যাদি।পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত কানাশোল ঝাড়েশ্বর মন্দিরে পুজো দিতে এলাকার মানুষের মধ্যে রয়েছে উন্মাদনা।

এক কোমর জলের মধ্যে হাজার হাজার ভক্তের ভিড়। জলের মধ্যেই দীর্ঘ লাইন দিয়ে শিবের মাথায় জল ঢালছেন ভক্তরা। গাজন-চড়ক-নীল নানা দিক থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শস্য উৎপাদন, সন্তান লাভ, শারীরিক নিরাময় -এসবও এই উৎসবের সঙ্গে জড়িত। এ উৎসবে আদিম যাদুবিদ্যা, আচার, অভিচার, ভয়ঙ্করতা – ফুটে ওঠে লোকায়ত সংস্কৃতিতে। নববর্ষ পর্যন্ত বাংলার কোনে কোনে  এভাবেই উৎসবমুখর হয়ে ওঠেন বাঙালি।

Related Articles