রাজ্যের খবর

‘বাংলার বাড়ি’ প্রকল্পে উপভোক্তাদের বাড়ি তৈরি কতদূর তার রিপোর্ট দিতে হবে: নির্দেশ নবান্ন’র

Beneficiaries of 'Banglar Bari' project must submit reports on the progress of house construction: Nabanna orders

Truth Of Bengal: জয় চক্রবর্তী: চলতি বছরের মধ্যেই ‘বাংলার বাড়ি’ প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া শেষ করতে হবে। এখনো পর্যন্ত ৮ লক্ষ ২২ হাজারের মতো উপভোক্তার ব্যাংক একাউন্টে টাকা পৌঁছে গেছে। পাশাপাশি বাড়ি তৈরির কাজ কতটা এগোচ্ছে তাও দেখতে হবে। ‌ ব্লক স্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময় অন্তর বাড়ি তৈরীর বিষয়টি নিয়ে রিপোর্ট দিতে হবে। উপভোক্তার বাড়িতে গিয়ে গ্রাউন্ড লেভেল রিপোর্ট জমা দেবার নির্দেশ। ‌ পঞ্চায়েত দপ্তর থেকে জেলা প্রশাসনের কাছে নির্দেশ দিয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

Related Articles