কলকাতারাজ্যের খবর

‘জাতীয় পতাকা নিয়ে হামলা,রাম বামের গুরুতর অপরাধ’

Attacking the national flag is a serious crime

Truth of Bengal: বাংলার বিরুদ্ধে কুত্সা করার জন্য রাম-বাম একযোগে হাসপাতালে বিশৃঙ্খলা করছে। বিরোধীদের মুখোশ খুলে দিতে রাস্তায় নামার নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ১৭ও ১৮অগাস্ট বাংলার প্রতিটি ব্লকও ওয়ার্ডে মিছিলও অবস্থানের ডাক দেন তিনি।একইসঙ্গে তিনি,সিবিআইয়ের কাছে সত্য সামনে আনার দাবি তোলেন।রবিবারের মধ্যে ধর্ষণকাণ্ডের কিনারা না হলে দিল্লিতে ধরনা দেবেন বলেও স্পষ্ট করে দেন তৃণমূল নেত্রী। সরকারি হাসপাতাল রক্ষা করতে রাজ্য সরকার যখন দায়বদ্ধ তখন বিরোধীরা সেই স্বাস্থ্যের প্রাণকেন্দ্রে হামলা করে রাজনীতি করছে।মানুষের জীবন রক্ষার অন্যতম ঠিকানায় ক্ষমতার স্পর্ধা দেখাচ্ছে।

জনারণ্যের মাঝে গুন্ডারা মিশে গিয়ে আরজিকরের মতো সুপার স্পেশালিটি হাসপাতালকে তছনছ করেছে। জাতীয় পতাকার মতো গৌরবের প্রতীককে কেও বিরোধীরা রাজনীতির হাতছাড়া করছেন না। তাই বুধবার রাতে হাসপাতালে লাল ঝাণ্ডার সঙ্গে জাতীয় পতাকা দেখা যায় বিজেপি নেতা কর্মীদের হাতে। এই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ডোরিনা ক্রসিংয়ের সভা থেকে তিনি বিরোধীদের হাসপাতালে হামলা ও  চিকিত্সা করাতে আসা মানুষকে আতঙ্কিত করার ঘটনাকে নিম্নমাণের রাজনীতি বলেও উল্লেখ করেন।

আর এই হাসপাতালে  আতঙ্ক আমদানি করার জন্য রাম-বাম শিবিরের ভূমিকার কড়া সমালোচনা করেছেন।মমতা বন্দ্যোপাধ্যায়,শুক্রবার পথে নামেন মানবিক দিক থেকে ঘটনার গভীরতা বুঝে।তিনি কোনও  দিন বাংলায় এই ধরণের রাজনীতি দেখবেন,ভাবেন না। প্রশাসন দোষীদের শাস্তির জন্য সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করেছে।তারপরেও বিরোধীরা নিজেদের স্বার্থে জলঘোলা করে।মাঠে নেমে প্রমাণ লোপাট থেকে তাণ্ডবের ধাক্কায় নজর ঘোরানো,কোনও কিছুই তাঁরা পিছপা হয়নি বলে সরব হলেন তৃণমূল সুপ্রিমো।

রবিবারের মধ্যে নির্যাতনকারীকে ফাঁসি দেওয়ার  দাবি জোরদার করেন তিনি।নির্যাতনের মতো নিন্দনীয় ঘটনা ইতিহাস থেকে মুছে দিতে এই দাবি যে দরকার তাও উঠে আসে মমতার কথায়। প্রয়োজনে দিল্লিতে অবস্থানে বসার আলটিমেটামও দিয়ে দেন। বাংলার বদনামও কুত্সার রাজনীতির বিরুদ্ধে ও বাংলা বাঁচাতে পথে নামার ডাক দিয়েছেন তিনি। রাম-বামের চক্রান্তের বিরুদ্ধে দলকে রাস্তায় নামতে নির্দেশ দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  ১৭ ও ১৮ অগাস্ট বাংলার প্রতিটি ব্লকে, ওয়ার্ডে হবে তৃণমূল কংগ্রেসের ডাকে  মিছিল, ধরনা, প্রতিবাদ সভা।

Related Articles