রাজ্যের খবর

দাঁতাল হাতির হানায় মৃত্যু এক ব্যক্তির

Elephant attacked

The Truth of Bengal: শনিবার শিলিগুড়ি মহকুমার বাগডোগরার নতুন পাড়ায় দাঁতাল ম হাতির হানায় মৃত্যু এক ব্যক্তির। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত ব্যক্তির নাম দিলীপ রায়( ৪৫ )। পেশায় রাজমিস্ত্রি ছিলেন। জানা গিয়েছে যে এদিন সকালে জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে একটি দাঁতাল হাতি। এরপর বাগডোগরার নতুন পাড়া , ভূজিয়াপানী, মুলাইজোত সহ একাধিক গ্রামে ঢুকে দাপিয়ে বেড়ায়।

এবং দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে পেছন থেকে সুর দিয়ে আছাড় দেয় দাঁতাল। গুরুতর আহত হয় ওই ব্যক্তি। এই দেখে তরীঘরী স্থানীয়রা ওই ব্যক্তিকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেখে তাকে মৃত বলে ঘোষণা করে। এর পাশাপাশি একটি চলন্ত চার চাকা গাড়িতে ধাক্কা মারে হাতিটি।

ঘটনায় আতঙ্কে গাড়ির ভেতরেই বসে থাকেন গাড়ির চালক। এরপর হাতি চলে গেলে কোনোক্রমে গাড়ি থেকে প্রাণে বাঁচে ওই ব্যক্তি। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও বনদপ্তরের কর্মীরা। এরপর বনকর্মীরা হাতিটিকে জঙ্গলে ঢুকিয়ে দেয়।

Related Articles