রাজ্যের খবর

কামারপুকুর রামকৃষ্ণ মঠে‌ বসন্ত উৎসবে মাতলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী

Arambagh Lok Sabha Constituency Trinamool Candidate Addresses Spring Festival at Kamarpukur Ramakrishna Mutt

The Truth Of Bengal: সৌভিক গোস্বামী, আরামবাগঃ সোমবার দোল পূর্ণিমার দিনে কামারপুকুর রামকৃষ্ণ মঠে‌ পৌঁছে বসন্ত উৎসবে মাতলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী মিতালী বাগ।

দোল পূর্ণিমার বিশেষ দিনে মঠের মহারাজকে প্রনাম করার পাশাপাশি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে প্রনাম করে মানুষের সাথে জনসংযোগ করেন মিতালী বাগ। সাধারন মানুষকে সঙ্গে আবির মাখিয়ে দেন তৃনমূল প্রার্থী। পাশাপাশি সাধারন মানুষ ও তৃণমূল প্রার্থীকে আবির মাখিয়ে দোলের শুভেচ্ছা বিনিময় করেন।

মিতালী বাগ জানান, “আজকের দিনের আনন্দ যেন অন্যের দুঃখের কারন না হয় তার আমাদের দেখতে হবে। এখানে আজ এসে ঠাকুর প্রনাম করলাম। ভালো লাগছে।”

Related Articles