শৈশবের কথা এবার পুজো মণ্ডপে, অন্নদাপল্লী সার্বজনীন দুর্গাপুজোয় রয়েছে বিশেষ বার্তা
Annadapally Universal Durga Puja has a special message

Truth Of Bengal : ডিজিটালের দাপটে হারিয়ে যাওয়ার পথে শৈশব। সেই রঙিন শৈশবকে পুজো প্যান্ডেলের তুলে ধরতে চান পুজো উদ্যোক্তারা। বড়শুল এর অন্নদাপল্লী সার্বজনীন দুর্গাপুজোর অভিনব চিন্তাভাবনায় এবার জায়গা পেয়েছে শৈশব। থিমের নাম লাইভ স্ট্যাচু অফ চিলড্রেন।
আর এক মাসও সময় নেই দুর্গাপুজোর। পুজোয় নজর কাড়া থিমের টক্কর দিতে প্রস্তুত বিভিন্ন পুজো প্যান্ডেল। তারই কাজ চলছে জোরকদমে। পূর্ব বর্ধমানের অন্নদাপল্লীর পুজো প্যান্ডেলের মধ্যেও ব্যস্ততা চরমে। বড়শুল এর এই অন্নদাপল্লী সার্বজনীন দুর্গাপুজোর অভিনব চিন্তাভাবনা ও মহিলাদের হাতের তুলির টানে সুন্দর কারুকার্যে এবছরের দুর্গাপুজো মন্ডপ দর্শনার্থীদের মন কাড়বে বলে আশাবাদী বলে জানান উদ্যোক্তারা। উদ্যোক্তারা জানাচ্ছেন এবছর অন্নদাপল্লী সার্বজনীন দুর্গাপুজো ৩০ বছর বর্ষে পদার্পণ করল এবং আনুমানিক পুজোর বাজেট ১২ লক্ষ টাকা। এ বছরে তাদের থিম লাইভ স্ট্যাচু অফ চিলড্রেন রাখা হয়েছে। অর্থাৎ বর্তমান যুগে দাঁড়িয়ে শিশু সমাজ যেভাবে ডিজিটাল বা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে সে ক্ষেত্রে আগেকার যুগের বাচ্চাদের খেলাধুলা,পড়াশোনা, মাঠে যাওয়া, পাঠশালায় যাওয়া সবকিছুই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সময়ের গতিতে। হয়তো ১০০ বছর পরে পুরাতন যুগের সেই সব কিছুই স্মৃতি হয়ে যাবে বর্তমান যুগে দাড়িয়ে তখন শিশু মনে সেই স্মৃতিগুলোই স্ট্যাচু আকারে পরিণত হবে।
এই মণ্ডপের বাইরের যে অংশটি তৈরি করা হয়েছে সেখানে বড় বড় বিল্ডিং বাড়ি তৈরি করা হয়েছে এখানে মূল বিষয় তুলে ধরা হয়েছে বাড়ির কোন ছাড় না দিয়ে এতে আগামী দিন পৃথিবীর ওপর চাপ পড়তে পারে এবং ভূমিকম্প হতে পারে। তাই ঘেষাঘেষি না করে কিছু জায়গা জমি ছেড়ে পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য বাড়তি কিছুটা ছাড় দেয়া প্রয়োজন এই বিষয়টি ও তুলে ধরা হয়েছে বড় বড় বিল্ডিং যাতে ঘেষাঘষি না করে ছাড় দিয়ে তৈরি করা হয়। বর্ধমান জেলায় এই প্রথম দেখা গেল এতগুলো কলেজের ছাত্রীরা একসাথে একসাথে তোলা এসে দুর্গার মণ্ডপ তৈরি করছেন নিজের হাতে।