রাজ্যের খবর

বকেয়া টাকা আদায় করে ফেরার পথে প্রাণঘাতী আক্রমণের শিকার বৃদ্ধ

An elderly man was fatally attacked on his way back after collecting his dues

The Truth Of Bengal : ঝাড়গ্রাম : দেবব্রত বাগ : বকেয়া টাকা আদায় করতে গিয়ে প্রাণঘাতী আক্রমণের শিকার বৃদ্ধ! ধান কাটা গাড়ির বকেয়া টাকা আদায় করে বাড়ি ফেরার পথে প্রাণঘাতী আক্রমণের শিকার বৃদ্ধ।

জানা গিয়েছে আক্রান্ত ব্যক্তির নাম হরেনন্দ্রনাথ মাহাত। তার বাড়ি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের পালোইডাঙ্গা গ্রামে। গতকাল রাত্রে বকেয়া তুলে বাড়ি ফিরছিলেন তিনি সেই সময় তার উপরে আক্রমণ চালানো হয় বলে অভিযোগ তার পরিবারের। জানা গিয়েছে, ধান কাটা গাড়ির বকেয়া টাকা আনতে গিয়েছিলেন তিনি। সেই সময় তার উপরে আক্রমণ চালানো হয়। প্রতিদিনের মতন এদিন রাতেও তিনি বকেয়া টাকা আদায় করতে গিয়েছিলেন গ্রামের বিভিন্ন প্রান্তে। সাঁকরাইল ব্লকের ছত্রী এলাকায় উদ্দেশ্য প্রণোদিতভাবে তার উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ।

তার মাথায় সজোরে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি এরপরেই পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ভাঙ্গাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। কারো সঙ্গে কোনো রকম শত্রুতা ছিল না বলেই তার পুত্র জানিয়েছেন। এই ঘটনা এখনো পর্যন্ত পুলিশে কোনরকম অভিযোগ দায়ের করা হয়নি।

Related Articles