রাজ্যের খবর

আমতলা ও বিষ্ণুপুর কৃষক বাজারে হঠাৎ টাস্কফোর্সের হানা, কেন এই অভিযান?

Amtala and Bishnupur farmer's market suddenly attacked by the task force, why this operation?

The Truth Of Bengal : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বাজারের সবজির দাম নিয়ন্ত্রণ আনতে প্রশাসনকে বিশেষ ব্যবস্থা নিতে হবে। শেষ পর্যন্ত কয়েকদিন দেরি হলেও দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের আমতলা কৃষক বাজারে আলিপুরের মহকুমা শাসকের নেতৃত্বে টাস্ক ফোর্সের সদস্যরা পরিদর্শনে এলেন। অগ্নিমূল্য সবজির দর নিয়ে এদিন কৃষক বাজার পরিদর্শন করলেন আলিপুর সদরের মহকুমা শাসক। যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেন। কোন সবজির কত দাম সেই বিষয়ে খোঁজখবর নেন টাস্ক ফোর্সের সদস্যরা এবং মহাকুমা শাসক। উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ২ নম্বর ব্লকের বিডিও এবং বিষ্ণুপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক। পাশাপাশি আমতলা বাজারেও গেলেন মহকুমা শাসক। আমতলা বাজারেও সবজি বিক্রেতাদের থেকে সবজির দাম এর খোঁজ খবর নেন মহকুমা শাসক।

Related Articles