রাজ্যের খবর

আমতা-হাওড়া লোকালের ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, স্তব্ধ ট্রেন চলাচল, ভোগান্তি যাত্রীদের

Amata-Howrah Local Overhead Cable Breaks Hazard, Stalls Train Movement, Suffers Passengers

The Truth Of Bengal : হাওড়া : দেবাশীষ গুছাইত : ডাউন আমতা হাওড়া লোকালের ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি। ঘটনাটি ঘটেছে বড়গাছিয়া স্টেশনের কাছে। ফলে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েন যাত্রীরা।

জানা যায়, সোমবার সকাল ৬.০৫ মিনিট নাগাদ দক্ষিণ পূর্ব রেলে বড়গাছিয়া স্টেশনের কাছে হঠাৎ ডাউন আমতা হাওড়া লোকালের ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি ঘটে। এর জেরে প্রায় দু’ ঘন্টা দাঁড়িয়ে থাকে ট্রেনটি। ফলে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েন নিত্যযাত্রী থেকে শুরু করে অফিস যাত্রীরা।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানিয়েছেন, “সকালে এই ঘটনা ঘটেছে হাওড়া আমতা সেকশনে বড়গাছিয়া স্টেশন কাছে। যার ফলে আপাতত দুটোই লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ওভারহেড তার ছিড়ে যাওয়ার পাশাপাশি প্যানটোগ্রাফ এর সঙ্গে তারটি জড়িয়ে যায়। ঘটনাস্থলে ইতিমধ্যেই রেলের বিভিন্ন উচ্চ পদস্থ আধিকারিকরা পৌঁছেছেন। এক থেকে দেড় ঘন্টার মধ্যে ট্রেন পরিষেবা স্বাভাবিক হবার সম্ভাবনা রয়েছে।”

Related Articles