রাজ্যের খবর

বিসর্জনের শোভাযাত্রায় অশান্তি, মারধরের অভিযোগ

Allegations of riots, beatings during the surrender procession

Truth Of Bengal : হুগলি, রাকেশ চক্রবর্তী : হুগলি এক নম্বর কৃষ্ণপুর সংগ্রামী সংঘ মহিলা পরিচালিত দুর্গাপুজো এবারই প্রথম হয়। পুজো নির্বিঘ্নে কাটলেও গতকাল গভীর রাতে প্রতিমা নিয়ে বিসর্জনের যাওয়ার একটি বাইকে থাকা দুইজনের সঙ্গে বচসা হয়। বাইক ঘুরিয়ে অন্য পথ দিয়ে যেতে বললে তারা রাজি হয়না। পরে দলবল নিয়ে এসে পুজো কমিটির সদস্যদের উপর চড়াও হয় বলে অভিযোগ।মহিলাদের মারধোর করা হয়। আহত হন কয়েকজন। আহত তিনজনকে ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লক্ষ্মী পান্ডে নামে পুজো কমিটির এক সদস্যার অভিযোগ তার চশমা ভেঙে দেওয়া হয়, জামা ছিঁড়ে দেওয়া হয়েছে মারধোরের সময়। এক নম্বর কৃষ্ণপুরের বাসিন্দাদের দাবি দোষীদের গ্রেপ্তার করতে হবে। তারা অভিযোগ জানাতে চুঁচুড়া থানায় জড়ো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles