দত্তক দেওয়ার নামে শিশু বিক্রির অভিযোগ! চাঞ্চল্য পূর্ব বর্ধমানে
Allegation of selling children in the name of adoption! Chanchalya is in East Burdwan

The Truth Of Bengal : পূর্ব বর্ধমান জেলায় দত্তক দেওয়ার নাম করে শিশু বিক্রির অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকে। শুধুমাত্র একটি নয় বেশ কয়েকটি শিশুকে টাকার বিনিময়ে প্রশাসনের নিয়ম নীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অন্য দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এমনই চাঞ্চল্যকর অভিযোগে হতবাক হয়ে গেছেন খণ্ডঘোষ ব্লকের সাধারণ মানুষ।
সর্বশেষ যে শিশুকন্যাটিকে টাকার বিনিময়ে অন্য দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে তার বয়স এখনো ২০ দিন পার হয়নি। এমনই বেদনাদায়ক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের শাঁখারী গ্রামে। এই বিষয়ে অভিযুক্ত দম্পতির ভাইপো গত ২৪ শে জুলাই খণ্ডঘোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে লিখিত আকারে একটি অভিযোগ দায়ের করেন। সমগ্র ঘটনা খতিয়ে দেখে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন খণ্ডঘোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। তবে শিশু বিক্রির ঘটনার অভিযোগ উড়িয়ে অভিযুক্ত দম্পতির দাবি, “আমার মোট দশটি সন্তান। তার মধ্যে একটি সন্তানের মৃত্যু হয়েছে। আমি আমার দুটি সন্তানকে ভালোভাবে লালন পালন করার জন্য নিজের আত্মীয়দের মধ্যেই দত্তক দিয়েছি। বর্তমানে আমার কাছে এখন সাতটি সন্তান রয়েছে। আর্থিক অভাব অনটনের জন্যই আমি আমার দুটি সন্তানকে দত্তক দিয়েছি। আমি কোনরকম কারোর কাছ থেকে টাকা পয়সা নিয়ে কোনো সন্তান বিক্রি করিনি।”