ফের নাবালিকা ধর্ষণের অভিযোগ, গ্রেফতার রেলকর্মী
Allegation of rape of minor again, railway worker arrested

Bangla Jago Desk: বারুইপুর থেকে এবার উঠে এলো নৃশংস ছবি। অষ্টম শ্রেণীর ছাত্রীকে দিনের পর দিন হুমকি দিয়ে ধর্ষণের অভিযো। পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার রেলকর্মী বিশ্বনাথ সরদার। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা যায়, বারুইপুর রেল স্টেশন সংলগ্ন রেল কোয়ার্টারে থাকতেন অভিযুক্ত। রেলে কাজ করার পাশাপশি গৃহশিক্ষকতার কাজও করতেন বিশ্বনাথ সরদার। তবে সেখানেই বাঁধে গন্ডগোল। দিনের পর দিন খুনের হুমকি দিয়ে চলতো যৌন নির্যাতন। অভিযোগ, পড়া বোঝানোর বাহানায়
অবভ্য আচরণ করতো নাবালিকার সঙ্গে। খারাপ উদ্দেশ্যে গায়ে হাত দিত। বাকি পড়ুয়ারা চলে গেলে কোয়ার্টারে আটকে রেখে নাবালিকাকে ধর্ষণ করা হত বলেও অভিযোগ। এমনকি এই কথা কাউকে বললে বাবা ও মা সহ নির্যাতিতা নাবালিকাকেও খুনের হুমকি দিত।
প্রায়ই ওই নাবালিকার গায়ে হাত দিতেন ওই গৃহশিক্ষক। অন্য পড়ুয়ারা চলে গেলে কোয়ার্টারে আটকে রেখে নাবালিকাকে ধর্ষণ করা হত বলেও অভিযোগ। আরও অভিযোগ যে, ধর্ষণের কথা বাইরে বলে দিলে নাবালিকাকে তো বটেই, তাঁর বাবা-মাকেও মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হত।
নির্যাতিতার পরিবার সূত্রে জানা যায়, দিনের পর দিন এমন ঘটনায় মানসিক অবসাদে ভুগছিল মেয়েটি। সবসময় আতঙ্কে থাকতো। বাড়ির কারুর সঙ্গে কথা বলতো না পর্যন্ত। কার্যত ওই নাবালিকাকে মানসিক রোগ নিরাময়ের হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার কাউন্সেলিং করেন চিকিৎসক। আর এরপরই প্রকাশ্যে আসে আসল রহস্য। মেয়েটি তার পরিবারের কাছে সব খুলে বলে। পরিবারের তরফ থেকে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় বিশ্বনাথ সরদারকে। নির্যাতিতার পরিবারের এও অভিযোগ, কোচিং সেন্টারে অন্য মেয়েদের সঙ্গেও এমনই করতো অভিযুক্ত। ইতিমধ্যেই সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।