রাজ্যের খবর

স্টেশনের ভিতরে জায়গা ‘দখল’ করে হকারি! বুড়ো আঙুল আরপিএফ কর্তাদের

Agitating hawkers

The Truth of Bengal:  বৃহস্পতিবার হাওড়া স্টেশনের ভিতরে জায়গা দখল করে হকারা হকারি সাথে আন্দোলন করেন। বিকেল পাঁচটা থেকে ওল্ড কমপ্লেক্সের উত্তর কনকর্স চত্বর দখল করে শতাধিক হকার। স্টেশনের ভিতরেই লেবু, শশা, পেয়ারা, বাদামের ডালা পেতে বিক্রি করা শুরু করল। আরপিএফ কর্তাদের প্রতিবাদ অমান‌্য করে হকারি চলতে থাকে রাত পর্যন্ত। কিন্তু কেন এমন ঘটনা ঘটল? বেশকিছু আন্দোলনকারী হকাররা জানিয়েছেন,  স্টেশন থেকে গরিব হকারদের উচ্ছেদ করার চেষ্টা করছে আরপিএফ কর্তারা।

যে কারণে স্টেশনে ভিড় জমিয়ে বিক্ষোভ দেখায় হকাররা। বুধবার কোন্নগর স্টেশনে এমন ঘটনা ঘটে। দু’জনকে ধরে মারধর করার অভিযোগ ওঠে হকারা। প্রতিবাদে বৃহস্পতিবার জয়বাংলা সমর্থিত শতাধিক হকার হাওড়া স্টেশনে জড়ো হয়। বিকেল পাঁচটা থেকে কনকর্সের দখল নিয়ে ডালা পেতে দেয়। বিকেলে এই পরিস্থিতির কারণে যাত্রী চলাচলের বিপত্তি সৃষ্টি তৈরি হয়। তৃণমূলের শ্রমিক সংগঠন অবশ‌্য জয়বাংলা সমর্থিত হকারেদের এধরনের পদক্ষেপকে অনৈতিক বলে মনে করেছে।

উত্তর হাওড়া আইএনটিটিইউসির সভাপতি তিনি জানান, এধরনের  হঠকারি পদক্ষেপ হকারদের জন‌্য ক্ষতিকারক। গরিব শ্রমিকদের স্বার্থের দিকে তাকিয়ে কাজ করতে হবে। তবে প্রশাসনের বিরোধিতা করতে গিয়ে সাধারণ মানুষের অসুবিধা করা একেবারে অনুপযুক্ত বলে মনে করছেন তিনি। পূর্ব রেলের আরপিএফের আইজি  বলেন, “যেসব স্টেশনে সমস‌্যা হবে সেখানে হকার বসতে দেওয়া যাবে না।

Related Articles