রাজ্যের খবর

বুর্জ খলিফার পর এবার কাতারের মুন টাওয়ার! দুর্গাপুজোয় এবার বড় চমক রাজ্যে

After Burj Khalifa, the Moon Tower in Qatar! Durga Puja is a big surprise in the state

The Truth Of Bengal : হুগলি : রাকেশ চক্রবর্তী : বাঙালির বারো মাসে তেরো পার্বণ। গণতন্ত্রের উৎসব সমাপ্ত হয়েছে ।শুরু হয়ে গেছে দুর্গাপুজোর প্রস্তুতি। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের মধ্যে অন্যতম হল দুর্গাপুজো। এই দুর্গা পুজোকে কেন্দ্র করে শুধু বাঙালি নয় বাঙালিরাও মেতে ওঠেন উৎসাহের জোয়ারে। ইতিমধ্যেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়েছে।  উৎসবের বাকি আর অল্প কিছুদিন। উৎসবের সূচনায় পর্বে খুঁটি পুজোর মধ্যে দিয়ে শারদীয়া উৎসব শুরু হল জিরাট আদি বারোয়ারিতে। এবছর বলাগড়ের জিরাট আদি বারোয়ারির ৭৪ তম বর্ষ।কাতারের মুন টাওয়ারের আদলে তৈরি হচ্ছে পুজো মণ্ডপের থিম।প্যান্ডেলের উচ্চতা প্রায় ৯০ ফুট ও চওড়া ১২০ ফুট।মন্ডপ নির্মাণ করতে খরচ হবে প্রায় সাড়ে ১৯ লক্ষ টাকা। পুজোয় মোট ব্যয় হবে ৩২ লক্ষ টাকা। মন্ডপের ভেতরে ক্রিস্টাল পাথর দিয়ে তৈরি হবে দর্শনার্থীদের যাবার পথ । প্রতিমার গায়েও থাকবে বিভিন্ন ছোট ছোট পাথর দিয়ে সাজানো। এই পুজোয় থাকছে বিশেষত্ব কারণ দুর্গার ডান দিকে থাকে লক্ষী গণেশ ও বামদিকে থাকে কার্তিক সরস্বতী ।আদি বারোয়ারির পুজোয় ডান দিকে থাকে কার্তিক সরস্বতী ও বাম দিকে থাকে লক্ষী গণেশ যা কয়েক বছর ধরে হয়ে আসছে । পুজো উপলক্ষে বসে মেলাও। তৃতীয়ার দিন উদ্বোধন হবে পুজোর। বৃহস্পতিবার সকালে সুসজ্জিত খুঁটিপুজো অনুষ্ঠিত হল পুজো মণ্ডপ প্রাঙ্গণে।

কমিটির সম্পাদক অসিত সিংহ জানান, স্বাধীনতার কয়েক বছর আগে ওপার বাংলা থেকে কিছু মানুষ চলে আসে বলাগড়ের জিরাটে ।সেখানে এসেই তারা দুর্গাপুজোর সূচনা করেন। তখন থেকেই একচালর কাঠামোয় হয়ে আসছে পুজো। উৎসবকে কেন্দ্র করে আমাদের আনন্দ আজ খুঁটি পুজোর মধ্যে দিয়ে সূচনা হল। খুঁটি পুজোর পাশাপাশি আজ সারাদিন বিভিন্ন ধরনের সচেতনতামূলক কর্মসূচি রয়েছে জিরাট আদি বারোয়ারীর। বিকেলে রয়েছে বাইক র‍্যালি। সম্পাদকেও আরো বলেন, উৎসবের দিনগুলিতে বারোয়ারির মাঠ হয়ে উঠুক ভিড়ে ঠাসা। আপনারা আসুন আদি বারোয়ারির পূজা মন্ডপে। তৃতীয়া থেকে এই উৎসবের শুরু ও দশমীতেই উৎসবে শেষ।

Related Articles