বারাসাত থেকে প্রাপ্তবয়স্ক চিতাবাঘের চামড়া উদ্ধার, ৩ জন গ্রেপ্তার
Adult leopard skin recovered from Barasat

The Truth of Bengal: ডিএফও উত্তর 24 পরগনা (এন) ডিভিশন, বারাসাত এসএফ রেঞ্জ এবং উত্তর 24 পরগণার 10 জনের একটি দল এসপি বন সুরক্ষার নেতৃত্বে একটি অভিযান চালিয়ে মধ্যমগ্রাম, বারাসাতের ডিভিশন গতকাল গভীর রাতে একটি প্রাপ্তবয়স্ক চিতাবাঘের চামড়া উদ্ধার করে ও বাজেয়াপ্ত করে।
সঙ্গে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই 3 জন অভিযুক্তই ওড়িশার বাসিন্দা। সূত্রে খবর, এই বাঘের চামড়াটির বর্তমান বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। অভিযুক্তদের আজ বারাসাতের সিজেএম আদালতে পেশ করা হবে। চিতাবাঘের চামড়ার উৎস সনাক্ত করার জন্য তদন্ত শুরু করেছে।
এবং এই অবৈধ বন্যপ্রাণী ব্যবসার সঙ্গে আন্তঃরাজ্য একটি গ্যাং যুক্ত আছে বলে মনে করছে বনদপ্তরের আধিকারিকরা। ইতিমধ্যেই বনদফতরের তদন্তকারীরা পুলিশের সাহায্যে তদন্ত শুরু করেছে। বনদপ্তর আশা করছে যে এই অভিযান অবৈধ বন্যপ্রাণী ব্যবসার বিরুদ্ধে একটি সতর্কবার্তা প্রদান করবে।