Accident: ভয়াবহ পথ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা, তারপর যা হল…
Accident: Terrible road accident! Lost control and pushed hard, then what happened...

The Truth Of Bengal : বারুইপুর : জাহেদ মিস্ত্রী :- লরি ও বুলেরো পিকাপ ভ্যানের মুখমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে দুজনের। ঘটনায় আহত হয়েছে ৪ জন। তারমধ্যে ৩ জন গুরুতর আহত। ঘটনাটি ঘটেছে বারুইপুর সাহা পাড়া এলাকায়। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে খবর, সবজি বোঝাই একটি বুলেরো পিকআপ ভ্যান সূর্যপুর হাট থেকে সবজি নিয়ে গড়িয়া হাটের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি হাই টেনশন বিদ্যুতের খুটিতে ধাক্কা মেরে বোলেরো পিকআপ ভ্যানটি রাস্তার দিকে ঘুরে যায়। সেই সময় বারুইপুর পুরাতন বাজার দিক থেকে গোচরণের দিকে যাওয়া একটি লরি ফের পিকআপ ভ্যানটির মাঝ বরাবর সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় গুরুতর জখম হন ৬ জন যার মধ্যে দুজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় বারুইপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তাদের নাম সত্য নস্কর, বাবলু নস্কর এবং সুকুমার মন্ডল। এদের সবার বাড়ি বারুইপুর থানার অন্তত সূর্যপুর এলাকায়। অপর একজন বারুইপুর হাসপাতালে চিকিৎসাধীন। বৈদ্যনাথ নস্কর (৩০) নামে ওই ব্যক্তির বাড়ি বারুইপুর থানার সূর্যপুর এলাকায়। প্রাথমিক চিকিৎসার পর ৩ জনের অবস্থার অবনতি ঘটলে তাদেরকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ।
ঘাতক লরিটি বালি বোঝাই ছিল। বালি বোঝাই ওই লরি চালকের নাম বিমল সরদার, তাকে গ্রেফতার করেছে বারইপুর থানার পুলিশ। বোলেরো পিকআপ ভ্যানের ড্রাইভার পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। দুর্ঘটনাটি ঘটার পর ঘটনাস্থলে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে দ্রুততার সাথে বোলেরো গাড়িটিকে পুলিশ ক্রেন দিয়ে তুলে নিয়ে যায়।