রাজ্যের খবর

হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ প্রায় ৪০ থেকে ৫০ জন ছাত্রছাত্রী! ভর্তি হাসপাতালে

About 40 to 50 students are sick after eating hostel food! Hospital admission

The Truth Of Bengal,শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: ছাত্রছাত্রীদের অভিযোগ, গতকাল রাতের খাবার খাওয়ার পর তারা ঘুমিয়ে পড়ে, তবে শুক্রবার সকাল থেকেই অসুস্থতা বোধ করে কয়েকজন ছাত্রছাত্রী। এরপর বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে অসুস্থতার সংখ্যা। স্কুলে যাওয়ার পর বমি, পায়খানা ও পেটের যন্ত্রনা শুরু হয় ছাত্রছাত্রীদের।

এরপরই স্কুল কর্তৃপক্ষ স্থানীয়দের সহযোগিতায় অসুস্থ ছাত্রছাত্রীদের নিয়ে গিয়ে ভর্তি করে পাঁচখুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। বর্তমানে এখানে ভর্তি রয়েছেন প্রায় ৪০ থেকে ৫০ জন ছাত্রছাত্রী। ছাত্রছাত্রীরা জানায় গতকাল দুপুরের খাবার তাদের খাওয়ানো হয়েছিল, সেই তরকারি টক হয়ে গিয়েছিল, কিছু বুঝতে না পেরে খেয়ে নিয়েছিল তারা। এনিয়ে অভিভাবকদের মধ্যেও দেখা দিয়েছে ক্ষোভ।

অভিভাবকদের দাবি কেন সকালের খাবার রাত্রে খাওয়ানো হচ্ছে। খাবার একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে হোস্টেলের সুপার প্রত্যেকেরই নজর রাখা উচিত। অন্যদিকে এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক জানান, বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। আপাতত সকলের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। ছাত্র-ছাত্রীরা দ্রুত সুস্থ হয়ে উঠুক এটাই সকলের প্রার্থনা।

Related Articles