আর্মি ক্যান্টনমেন্টে আবির খেলছে হাতি, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল
Abir playing elephant in army cantonment, video viral on social media

The Truth Of Bengal: জলপাইগুড়ি : নেট দুনিয়ায় ভাইরাল ভিডিও,যে ভিডিওতে দেখা যাচ্ছে আবির খেলছে হাতি। তাও আবার সেনাবাহিনীর ছাউনীর ভিতরে। যদিও বিন্নাগুড়ি সেনা ছাউনির ভেতরে হাতি নিয়ে বনদপ্তরের কাছে তেমন কোনও খবর যায় নি। বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা বলেন, সেনা ছাউনির ভেতরে হাতি সব সময়ই থাকে। তবে হোলির দিন এমন কোনও ঘটনা জানা নেই। তবে সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও হয়েছে।যে ভিডিওতে দেখা যাচ্ছে, একটি পূর্ন বয়স্ক দাতাল হাতি টেবিলে রাখা আবীর নিয়ে উড়িয়ে নিজের শুড় রাঙিয়ে দিয়েছে। আর আশে পাশে থাকা মানুষ জন হাতির আতঙ্কে নিরাপদ দূরত্বে ছুটে যাচ্ছে। আতঙ্কের মধ্যেও অনেকে এই মূহুর্তটি ক্যামেরাবন্দী করেছেন। সেটিই ভাইরাল। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি।
[ আরও পড়ুন ঃ
সংসারে অভাব থাকলেও মেধায় নয়, গরীব বাড়ির ছেলে আজ বীরভূমের ব্রাঞ্চ পোস্টমাস্টার
সংসারে অভাব থাকলেও মেধায় নয়, গরীব বাড়ির ছেলে আজ বীরভূমের ব্রাঞ্চ পোস্টমাস্টার
]
উল্লেখ্য ডুয়ার্সের বিন্নাগুড়ি সেনা ছাউনির পাশেই রয়েছে রেতি জঙ্গল । আর সেখান থেকে মাঝেমধ্যেই সেনাছাউনির ভিতরে ঢুকে পড়ে বন্যপ্রাণী। এর আগে সেনাছাউনির ভিতরে ঢুকে হাতির কাঁঠাল খাওয়ার ভিডিও এবং হাসপাতালের ভিতরে হাতি ঢুকে পড়ার ভিডিও ভাইরাল হয়েছিল।