রাজ্যের খবর

বাংলাদেশে পাচার করার আগেই আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক যুবক

A young man was arrested with firearms before they could be smuggled into Bangladesh.

Truth of Bengal: ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পাঠাপাড়া এলাকায় রবিবার রাতে অভিযান চালায় পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ,ওই এলাকায় অভিযান চালায়। পুলিশ অভিযান চালানর সময় এক যুবককে ঘোরাফেরা করতে দেখে।

তাকে সন্দেহ হলে আটক করে তল্লাশি চালায় পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি। তারপর ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।

ধৃত যুবকের নাম হোসাইন শেখ। তার বাড়ি সাগরপাড়ার কাকমারি এলাকায়। ধৃত যুবককে সোমবার বিচারকের কাছে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা জজ আদালতে পাঠায়। কোথায় থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হয়েছিল, কোথায় পাচার করতো এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে ঘটনার পুরো তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ।

Related Articles