আত্মরক্ষা সচেতনতার নিরিখে নতুন প্রজন্মের ক্যারাটে ট্রেনিং
A social conscious organization in Mugberia of East Medinipur is teaching self-defense lessons to the new generation by teaching karate

The Truth of Bengal: নতুন প্রজন্মকে ক্যারাটে শিখিয়ে আত্মরক্ষার পাঠ দিচ্ছে পূর্ব মেদিনীপুরের মুগবেড়িয়ার সমাজসচেতন একটি সংস্থা। এখানকার প্রশিক্ষণ গ্রহণকারীরাই সীমান্ত রক্ষী বাহিনী থেকে আর্ন্তজাতিক নানা প্রতিযোগিতায় জিতে নিচ্ছে সোনা-রুপোর সহ নানা শিরোপা। সমাজে অপরাধ কমাতে নব প্রজন্মের এই শক্ত প্রতিরোধের কৌশল আগামীদিনে কাজ দেবে বলে অনেকের বিশ্বাস।
ব্রুস লি থেকে জ্যাকি চ্যান,বিশ্বের জনপ্রিয় অভিনেতারা মার্শাল আর্টে দর্শকদের মোহিত করেন। চিন জাপানের মতোই ভারতেও আত্মরক্ষার নানা কৌশল রপ্ত করার ঝোঁক দেখা যায়। ক্যারাটে,কুংফু, তায়কোয়ান্ডার মতো কসরতের কদর রয়েছে এই দেশেও। তাই রাস্তাঘাটে ইভটিজার বা ছিনতাইবাজদের আকস্মিক আক্রমণের মোকাবিলা করার জন্য অবশ্যই সবাইকে কমবেশি আত্মরক্ষার টিপস শিখে নিতে হয়। সেইপথেই নতুন প্রজন্মকে ক্যারাটে প্রশিক্ষণ দিচ্ছেন মুগবেড়িয়ার একটি সংস্থা। এই প্রজন্মের ছেলে–মেয়েরা দিব্যি এই ক্যারাটে শিখে আর্ন্তজাতিক আঙিনায় কামাল করছে। কুপোকাত করেছে প্রতিপক্ষকে। বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করায় জেনজেডের স্কিলও বাড়ছে.
কয়েকদিন আগে BSF এর আয়োজনে ক্যারাটে প্রতিযোগিতায় এই স্কুল থেকে অংশগ্রহণ করেছিল ২৫ জন ছাত্র ছাত্রী। তাঁদের সবাই জেতে,সোনা, রুপো ও ব্রোঞ্জ পদক। অভিভাবকরা চাইছেন,শারিরীক সক্ষমতায় তাঁদের সন্তানেরা এগিয়ে যাক। ক্যারাটে শিখে দুষ্টচক্রকে মুখের মতো জবাব দিক। মেয়েরাও সমাজের ন্যায় বজায় রাখার অঙ্গীকার করে শিখছেন এই সুরক্ষার আধুনিক কৌশল।
ক্যারাটের মাধ্যমে রাস্তার দুষ্টুদের সবক শেখানোর জন্য এই প্রতিরোধের রক্ষাকবচ ক্রমশ জনপ্রিয় হচ্ছে।প্রশিক্ষণদানকারী সংস্থার আশা একদিন এখানকার মার্শাল আর্টের প্রশিক্ষণগ্রহণকারীরাই অলিম্পিক বা বিশ্বমঞ্চ আলোকিত করবে।